F35 Fighter Jet Emergency Landing in India। ভারতের মাটিতে নামল ভিনদেশের F35 যুদ্ধবিমান

Spread the love

শনিবার রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে একটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান। জ্বালানি কম থাকায় বিমানটি বর্তমানে বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় বলে জানা যায়। তবে বিমানটি অক্ষত অবস্থায় অবতরণ করতে পারে বলে জানা গিয়েছে।

ব্রিটিশ যুদ্ধবিমানটি আপাতত বিমানবন্দরেই রাখা হয়েছে বলে জানা গেছে। সূত্র মারফত জানা গিয়েছে, ‘পাইলট জ্বালানি কম দেখে অবতরণের অনুমতি চান। এরপর তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর সেই অনুমতি দেয়। সবকিছু দ্রুত এবং পেশাদারিত্বের সাথে পরিচালনা করা হয়েছিল।

পিটিআই সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলেই রিফুয়েলিং করা হবে সেই যুদ্ধবিমানে। একটি ব্রিটিশ বিমানবাহী রণতরী থেকে টেকঅফ করেছিল এই বিমানটি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিরাপদে সেটি তিরুবনন্তপুরমে অবতরণ করেছে বলে জানা গিয়েছে।একটি সূত্র জানিয়েছে, এফ-৩৫ যুদ্ধবিমানটি জরুরি অবতরণের অনুমতি চাওয়ার পরপরই তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এরপরে নির্বিঘ্ন ও নিরাপদে যুদ্ধবিমানটি কেরলের রাজধানীতে অবতরণ করে। এই গোটা বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *