FIFA Club WC Update। ক্লাব বিশ্বকাপে জুভেন্তাসকে হারাল রিয়াল মাদ্রিদ

Spread the love

ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্তাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। হাড্ডাহাড্ডি ম্যাচে ১–০ ব্যবধানে জয় পায় রিয়াল। গোল করেন ‘নতুন রাউল’ গনসালো গার্সিয়া। অবশ্য ম্যাচটা যেন পরিণত হয়েছিল রিয়াল বনাম মিশেল দি গ্রেগোরিওর। কোয়ার্টার ফাইনালে এবার তাদের প্রতিপক্ষ হবে বরুসিয়া ডর্টমুন্ড। সার্জিও রামোসের নেতৃত্বাধীন মেক্সিকান ক্লাব মন্তেরইকে ২-১ গোলে হারিয়ে ডর্টমুন্ড উঠেছে কোয়ার্টার ফাইনালে। আগামী শনিবার রাত ভারতীয় সময় দেড়টায় (ইংরেজি মতে ৬ জুলাই ভোররাত দেড়টা) মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৫৮ শতাংশ বলের দখল রেখেছিল রিয়াল। তারা ২১টি শট নেয় যার মধ্যে ১১টি গোলে ছিল। এর মধ্যে ১০টি সেভ করেন জুভেন্তাস গোলরক্ষক মিশেল। অপরদিকে জুভেন্তাস মাত্র ৬টি শট নেয়, যার মধ্যে মাত্র ২টি ছিল গোলে।

এদিকে রিয়াল মাদ্রির এবং ডর্টমুন্ড ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স, সৌদির আল হিলাল, ব্রাজিলের পালমেইরাস, ইংল্যান্ডের চেলসি, ফ্রান্সের পিএসজি, জার্মানির বায়ার্ন। অর্থাৎ, ব্রাজিলের ২টি, জার্মানির দুটি, স্পেন, সৌদি, ইংল্যান্ড এবং ফ্রান্সের একটি করে ক্লাপ শেষ আটে জায়গা করে নিয়েছে এই টুর্নামেন্টে। 

আগামী শুক্রবার ভারতীয় সময় গভীর রাত সাড়ে ১২টায় (ইংরেজি মতে ৫ জুলাই ভোররাত সাড়ে ১২টা) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স এবং আল হিলাল। পালমেইরাস এবং চেলসি মুখোমুখি হবে শনিবার সকাল সাড়ে ৬টায়। পিএসজি এবং বায়ার্ন মুখোমুখি হবে ৫ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টায়।

এরপর প্রথম সেমিফাইনাল হবে ৮ জুলাই ভারতীয় সময় গভীর রাত সাড়ে ১২টায় (ইংরেজি মতে ৯ তারিখ ভোররাত সাড়ে ১২টা)। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৯ জুলাই গভীর রাত সাড়ে ১২টায় (ইংরেজি মতে ১০ তারিখ ভোররাত সাড়ে ১২টা)। আর ফাইনাল হবে ১৩ জুলাই গভীর রাত সাড়ে ১২টায় (ইংরেজি মতে ১৪ তারিখ ভোররাত সাড়ে ১২টা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *