FIR খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ

Spread the love

ধর্ষণের অভিযোগের তদন্তে দায়ের FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যসী কার্তিক মহারাজ। মঙ্গলবার ওই FIRএর তদন্তে তাঁকে তলব করেছিল নবগ্রাম থানার পুলিশ। থানায় হাজিরা না দিয়ে এদিন FIR খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে যান সন্ন্যাসী। মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মহারাজের পুলিশি তলবে হাজিরার ওপর স্থগিতাদেশ জারি করেছে আদালত।

গত ২৮ জুন মুর্শিদাবাদের নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রতি দিয়ে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ আনেন এক মহিলা। এর পর মঙ্গলবার কার্তিক মহারাজকে তলব করে নবগ্রাম থানার পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর সংবাদমাধ্যমকে কার্তিক মহারাজ বলেন, আমি একজন সন্ন্যাসী। আমি জানি সত্যের জয় হবেই। ওদিকে অভিযোগকারিনী বলেন, তাঁকে অভিযোগ দায়ের করতে সহযোগিতা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।

মঙ্গলবার কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে পুলিশ। কিন্তু থানায় না গিয়ে কার্তিক মহারাজ যান কলকাতা হাইকোর্টে। সেখানে তিনি তাঁর বিরুদ্ধে হওয়া FIR খারিজের আবেদন জানিয়ে বলেন, রাজ্যে সাধু সন্তরা অনাচারের প্রতিবাদ করলেই তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে অভিযোগ দায়ের হয়েছে তা সর্বৈব মিথ্যা। তা খারিজ করুক আদালত। মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে মহারাজের পুলিশি হাজিরায় স্থগিতাদেশ জারি করেছেন তিনি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *