পহেলগাঁওয়ে ২৬ জনের প্রাণহানির জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ স্ট্রাইকে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। তবে এরপরও সেনা প্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে বসিয়েছে পাকিস্তানি সরকার। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল হয়েছেন তিনি। তবে পাকিস্তানিরাই আসিম মুনিরের ঠাট্টা ওড়াচ্ছেন দেশে বিদেশে।
সম্প্রতি টাইমস স্কোয়ারে আসিম মুনিরকে কাক্ষ করে একটি ইলেকট্রিক ডিসপ্লে বসানো হয়েছিল। তাতে আসিম মুনিরকে ‘ফ্রড মার্শাল’ বলে সম্বোধন করা হয়েছিল। খুব সম্ভবত, ইমরান খানের কোনও সমর্থক সেই ডিসপ্লে সেখানে বসিয়েছিলেন। কারণ, ডিসপ্লেতে ইমরান খানের সঙ্গে আসিম মুনিরকে তুলনা করা হচ্ছিল।
ব্যস্ত নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এহেন ডিসপ্লের দিকে নজর গিয়েছে কয়েক হাজার মার্কিনির। সেখানে আসিম মুনিরকে ‘মিথ্যাবাদী’ বলে দাবি করা হয়েছে। এমনকী মুনিরকে ‘লুজার’ পর্যন্ত বলা হয় সেখানে। এরই সঙ্গে পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে মুনিরের দুই ‘জোচ্চর সহযোগী’ হিসেবে সম্বোধন করা হয়।

উল্লেখ্য, ভারতের জবাবি হামলায় পাকিস্তানের সব বড় শহর এবং প্রায় সব বড় বড় বিমানঘাঁটিতে ধ্বংসলীলা চলেছিল। এদিকে পাকিস্তান নিজেরা যে তালিকা দিয়েছে, তাতে দেখা গিয়েছে, ভারতের দাবির থেকে অনেক বেশি জায়গায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের ৯টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। এত কিছুর পরেও আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করেছে পাকিস্তান।