Gambhir returning to India। হৃদরোগে আক্রান্ত মা! ভর্তি হাসপাতালে

Spread the love

পারিবারিক কারণে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসছেন গৌতম গম্ভীর। সূত্র উদ্ধৃত করে এমনই জানানো হল সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে। সূত্রের খবর, প্রথম টেস্টের আগেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে টিম ইন্ডিয়ার হেড কোচের। যে টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ২০ জুন থেকে। হেডিংলেতে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম স্পোর্টসস্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবারই লন্ডন থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন গম্ভীর। হৃদরোগে আক্রান্ত হয়ে গম্ভীরের মা নয়াদিল্লির একটি হাসপাতালে ভরতি আছেন। মা’কে দেখতেই তড়িঘড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের হেড কোচ। তাঁর পাশে দাঁড়িয়েছে বোর্ডও।

গম্ভীরের অনুপস্থিতিতে আপাতত ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ রায়ান টেন ডেসকোটে, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মর্কেল। যতদিন না গম্ভীর দলের সঙ্গে যোগ দিচ্ছেন, ততদিন তাঁদের অধীনেই থাকবেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। তাঁরা যে প্র্যাকটিস ম্যাচ খেলবেন, সেইসময় ভারতীয় দলের কোচিংয়ের ব্যাটন থাকবে ডেসকোটেদের হাতেই।

আজ থেকেই ভারতীয় ‘এ’ দলের সঙ্গে টিম ইন্ডিয়ার সিনিয়র দলের প্র্যাকটিস ম্যাচ খেলার কথা আছে। ভারতীয় ‘এ’ দল ইতিমধ্যে দুটি বেসরকারি টেস্ট খেলে ফেলেছে। তবে যাঁরা প্রথম টেস্টে নামবেন, তাঁদের মধ্যে মেরেকেটে দু’তিনজন সেই বেসরকারি টেস্টে খেলেছেন। ফলে এই প্র্যাকটিস ম্যাচের দিকে সকলের নজর আছে। ২০ জুন প্রথম টেস্ট শুরুর আগে এখানেই শেষ ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাবেন ভারতীয় খেলোয়াড়রা। 

এমনিতে ইংল্যান্ড সিরিজ দিয়েই চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করতে চলেছে ভারত। আপাতত লর্ডসে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে। সেই ম্যাচে খেলার দৌড়ে ভারত প্রবলভাবে থাকলেও পরপর দুটি সিরিজে হেরে গিয়ে টানা তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করে ফেলে ভারত। আর চতুর্থবার টেস্ট বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডে শুরুটা ভালো করতে মরিয়া টিম ইন্ডিয়া। (

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *