Garden Reach Shipbuilder Share। বাংলাদেশের চুক্তি বাতিল যেন ‘পয়া’! ইতিহাস গড়বে গার্ডেনরিচ

Spread the love

নরওয়ের এক সংস্থার সঙ্গে ভারতের প্রথম মেরু গবেষণা জাহাজ তৈরির চুক্তি স্বাক্ষর করল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স। এক মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৭৫ শতাংশেরও বেশি। শুধুমাত্র গতকালই এই সংস্থার শেয়ারের দাম একটা সময় ৩০০ টাকার ওপরে বেড়ে গিয়েছিল। অর্থাৎ ইন্ট্রাডে-তে এই সংস্থার শেয়ার ৯ শতাংশেরও বেশি বেড়েছিল।

প্রতিরক্ষা খাতের সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্সের শেয়ারে ঝড় উঠেছে গত তিন মাস ধরেই। বুধবার বিএসইতে গার্ডেনরিচ শিপবিল্ডার্সের শেয়ার ৯ শতাংশেরও বেশি লাফিয়ে ৩৪৬৪.৮৫ টাকায় রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। গত এক মাসে মিনিরত্ন সংস্থার শেয়ারদর বেড়েছে ৭৫ শতাংশের বেশি।

গার্ডেনরিচ শিপবিল্ডার্স দেশের প্রথম পোলার রিসার্চ শিপ (পিআরভি) নির্মাণের জন্য নরওয়ের সংস্থা কংসবার্গের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গার্ডেনরিচ শিপবিল্ডার্সের শেয়ার গত তিন মাসে ১৭৭ শতাংশেরও বেশি বেড়েছে। এই গার্ডেনরিচের সঙ্গেই সম্প্রতি ১৮০ কোটি টাকার চুক্তি বাতিল করেছিল বাংলাদেশ। তবে তাতে ধাক্কা লাগেনি সংস্থায়। বরং আরও দ্রুতগতিতে সামনের দিকে এগিয়েছে এটি।চুক্তি মতো এই পোলার রিসার্জ জাহাজটি কলকাতায় নির্মিত হবে এবং ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চের প্রয়োজনীয়তা পূরণ করবে। ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ এই জাহাজটিকে মেরু ও দক্ষিণ মহাসাগর অভিযানে মোতায়েন করবে। এই চুক্তি দেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি বড় মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *