Government Employees DA Latest Update। অপেক্ষা করতে হলেও মুখে হাসি ফুটতে পারে সরকারি কর্মীদের

Spread the love

আপনি যদি কেন্দ্রীয় কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই খবরটি আপনার কাজে লাগে। বস্তুত, আগের অর্ধবছরের তুলনায় এবার মহার্ঘ ভাতা (ডিএ) বাড়বে বলে আশা করছেন কেন্দ্রীয় কর্মীরা। চলতি বছরের প্রথমার্ধ, অর্থাৎ জানুয়ারি থেকে জুনের মধ্যে ভাতা ২ শতাংশ বাড়ানো হয়। এই বৃদ্ধির পর বর্তমানে ভাতা ৫৫ শতাংশ। এখন দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের জন্য ভাতা ঘোষণা করা হবে।

সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে বছরে দ্বিতীয়বারের মতো ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতার এটাই হবে শেষ বৃদ্ধি। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা। তবে অষ্টম বেতন কমিশনের জন্য এখনও কমিটি গঠন করা হয়নি। এই আবহে তা কার্যকর হতে সময় লাগতে পরে। পরবর্তীতে হয়ত সেই মতো বকেয়া মিটিয়ে দেওয়া হতে পারে সরকারি কর্মীদের। যদিও এই নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।


শিল্প শ্রমিকদের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিআই-আইডাব্লু) এপ্রিল মাসে ০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা কর্মচারীদের মনে আশা জাগিয়েছে। এআইসিপিআই-আইডাব্লু সূচক ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ১৪৩.২। এপ্রিলে তা হয়েছে ১৪৩.৫। টানা দ্বিতীয় মাসে এই সূচক বেড়েছে। এর আগে ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই সূচক ছিল নিম্নমুখী।

এখন যদি মে ও জুনের সিপিআই-আইডব্লিউ-র পরিসংখ্যানও বাড়ে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম ব্যুরো দেশের ৮৮টি প্রধান শিল্পকেন্দ্রে ছড়িয়ে থাকা ৩১৭টি বাজার থেকে খুচরা মূল্য সংগ্রহ করে প্রতি মাসে শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *