হরমনপ্রীত কউরের নেতৃত্বে প্রথমবারের মতো মহিলাদের বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ইতিহাস তৈরি করেন হরমন বাহিনী। তারপরই আবেগে ভাসেন হরমন। এমনকী ম্যাচ শেষে ট্রফি নিতে যাওয়ার সময়ও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। যখন তিনি জয় শাহের কাছ থেকে ট্রফি নিতেও যান, তখনও তিনি মঞ্চে ভাংড়া নাচছিলেন। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে উঠছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে হরমনপ্রীত কউরকে মঞ্চে নাচতে দেখা যায়। এদিকে নাচতে নাচতে তিনি জয় শাহের কাছে গিয়ে তাঁকে প্রণামও করতে গিয়েছিলেন। তবে আইসিসি প্রেসিডেন্ট তাঁর হাত ধরে প্রণাম করতে বাধা দেন।
উল্লেখ্য, রবিবার দুপুরে বৃষ্টির জন্য ম্যাচ ২ ঘণ্টা দেরিতে শুরু হলেও কোনও ওভার বাদ যায়নি। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এই আবহে ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছিল ভারতের। স্মৃতি মন্ধনা এবং শেফলি বর্মার জুটি পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছিল। ক্লোয়ি ট্রিয়নের বলে ৪৫ রান করে আউট হন তিনি। ১০৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। তবে মন্ধানা সুযোগ হারালেও অর্ধশতরান করেন শেফালি বর্মা। পরে তিনি ৮৭ রানে আউট হন। শেষের দিকে রিচা ঘোষ ২৪ বলে ৩৪ রান করেন, দীপ্তি শর্মা অর্ধশতরান করেন। দক্ষিণ আফ্রিকার সামনে ২৯৯ রানের লক্ষ্য রাখে ভারত।

এদিকে এই লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও ভালো গতিতে এগোচ্ছিল। লরা ওলভার্ড সেঞ্চুরি করেন। শুরুতে অবশ্য রানআউট হয়েছিলেন ব্রিটস। এরপরে চরণীর বল এলবিডব্লিউ হন বশ। এরপর থেকে চাপ বাড়তে শুরু করে ভারতের ওপর। তবে সেখানেই খেলা ঘোরান শেফালি বর্মা। বল হাতে তিনি দুটো উইকেট তুলে নেন। তবে লরা ওলভার্ড একাই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দলকে। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পারেনি। দীপ্তি শর্মা পাঁচ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। এই আবহে তৃতীয় বারের চেষ্টায় ট্রফি জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। আর প্রথবারের মত ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তবে তাঁরা লড়াই করেও জিততে পারেননি।