Helicopter Crash। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর ফের মাঝ আকাশে বিপত্তি! মৃত বহু

Spread the love

আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ক্ষত এখনও তাজা ভারতবাসীর মনে। এরই মাঝে ফের মাঝ আকাশে বিপত্তি। এবার দুর্ঘটনার কবলে পড়ল একটি হেলিকপ্টার। এবং দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে। রবিবার উত্তরাখণ্ডে এই হেলিকপ্টারটি ৬ জন যাত্রী নিয়ে কেদারনাথ যাচ্ছিল। সেই সময় তা ভেঙে পড়ে। যাত্রীদের মধ্যে ১ শিশুও ছিল।

উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট একটি বিবৃকি জারি করে জানিয়েছে, কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে গৌরীকুণ্ডে নিখোঁজ হয়ে যায় হেলিকপ্টারটি। পরে জানা যায়, সেটি ভেঙে পড়েছে পাহাড়ের গায়ে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমি বাবা কেদারের কাছে সমস্ত যাত্রীদের সুরক্ষার জন্য প্রার্থনা করি।’

জানা গিয়েছে, গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। প্রাথমিক ভাবে এই দুর্ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে সরকার জানিয়ে দেয়, হেলিকপ্টার পাইলট সহ ৭ জনেরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এই দুর্ঘটনার কারণ অবশ্য নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে। দুর্ঘটনার কবলে পড়া এই হেলিকপ্টারটি উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির।

ভোর ৫টা নাগাদ এই হেলিকপ্টারটি উড়ে গিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে ৫টা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। খবর পেতেই উদ্ধারকাজ শুরু করে দিয়েছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে জঙ্গল অনেকটাই গভীর হওয়ায়, দুর্ঘটনাস্থলে পায়ে হেঁটে পৌছানো ছাড়া উপায় ছিল না। সেই কারণে উদ্ধারকাজে বেশ কিছুটা সময় লেগেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *