হড়পা বানের তাণ্ডবে একাধিক জনের মৃত্যু হিমাচল প্রদেশে। রিপোর্ট অনুযায়ী, অন্তত ২ জনে মৃত্যু হয়েছে এই হড়পা বানের জেরে। এর পাশাপাশি এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ জন নিখোঁজ আছেন। জানা গিয়েছে, কাঙ্গরা জেলার মানুনি খাদের কাছে ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টে কর্মরত ছিলেন এই নিখোঁজ ব্যক্তিরা।
রিপোর্ট অনুযায়ী, বুধবার দিনভর ভারী বৃষ্টি হয় হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায়। এদিকে বৃষ্টির জন্য ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টের কাজ বন্ধ ছিল। এই আবহে শ্রমিকরা পাশেই একটি অস্থায়ী ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় হড়পা বানের জেরে খানিয়ারা মানুনি খাদের জলস্তর বেড়ে যায় এবং সেই শ্রমিকরা ভেসে যান জলের তোড়ে।খবর পেয়ে উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত এবং হিমাচলের রাজস্ব বিভাগও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। উদ্ধার অভিযানে এখনও পর্যন্ত ২ মৃত শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও অধিকাংশ শ্রমিক নিখোঁজ। এই আবহে নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে অভিযান জারি আছে। তবে খারাপ আবহাওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকেও।

অন্যদিকে কুলুতেও হড়পা বানে তিনজনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলেছে। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, দোকানপাট, রাস্তা ও ছোট ব্রিজ। মানালি ও বাঞ্জার জেলাতেও হড়পা বানের খবর মিলেছে। লাগাতার বৃষ্টির জেরে মানালি-চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমাচলে সব নদীর স্তরই বেড়েছে হু হু করে।