বাংলার রাজনীতিতে নয়া ‘টুইস্ট’। তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভরতপুরের সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, নদিয়ায় ৫০ আসনে প্রার্থী দেবে হুমায়ুনের এই নতুন দল। এই আবহে তৃণমূল কংগ্রেসের মাথায় হাত পড়তে পারে।হুমায়ুন জানিয়েছেন, ১৫ অগস্টের পর নতুন দল গড়ার ঘোষণা করবেন হুমায়ুন কবির। এদিকে আলাদা দল ঘোষণার কথা বললেও হুমায়ুনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ নেই। কিন্তু তৃণমূল বিধায়কের বিস্ফোরক অভিযোগ, মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব মমতা কিংবা অভিষেকের কথাও মানছে না।হুমায়ুন কবির টিভি৯ বাংলাকে বলেন, ‘আমি শুধু মুর্শিদাবাদ ভিত্তিক দল গড়ব না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার একটা অংশ, ৫০-৫২ আসন নিয়ে দলটা করব।’ জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুন বলেন, ‘দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয় , ছাগল দিয়ে না। বলদের পক্ষে লোক রয়েছে, নাকি ছাগলের পক্ষে লোক রয়েছে, সেটা একবার ওঁদের চাক্ষুস করানোর দরকার রয়েছে।’

এদিকে হুমায়ুনের দাবি, আগামী নির্বাচনেও জয়ী হবে তৃণমূল কংগ্রেসই। তাঁর কথায়, ‘ক্ষমতায় আসবেন তৃণমূল কংগ্রেসের নেত্রীই। নেত্রীই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করার জন্য দলটা করব, যে আমার মতো লোকের দরকার হয়তো হবে না, কিন্তু ছাগল দিয়ে যে ধান মাড়া হচ্ছে, তাতে যোগ্য ভোটার সম্মান পাচ্ছেন না। যোগ্য ভোটাররা যাতে সম্মান পান, তারই ব্যবস্থা করব।’