বাবার সঙ্গে থাকতে এক কোটি টাকা চেয়েছিল ১২ বছরের মেয়ে। সেই ঘটনায় মা’কে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রীতিমতো কড়া ভাষায় মন্তব্য করেছে যে মেয়ের মাথা খাচ্ছেন মা। কিশোরীর কেরিয়ারও নষ্ট করছেন বলে রীতিমতো ভর্ৎসনা করেছে ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বাবার আইনজীবী সওয়াল করেন যে দম্পতির বৈবাহিক জীবনে ঝামেলা চলছে। নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল, বাবার সঙ্গে থাকবে মেয়ে। তার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মা। সেই মামলার ফয়সালা না হলেও মা নিজের কাছেই রেখে দিয়েছেন মেয়েকে। সেই পরিস্থিতিতে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন বাবা। সেটি খারিজ হয়ে যাওযায় দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে।
বর্ষীয়ান আইনজীবী আরও দাবি করেন, গতকালই বাবার সঙ্গে আসতে চায়নি মেয়ে। বাবাকে কিশোরী বলে যে ‘আমার মা’কে হেনস্থা করছো তুমি। আদালত অবমাননার (মামলা) দায়ের করেছো। এক কোটি টাকা দাও। নাহলে আমি যাব না।’ শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, কিশোরীর স্কুলের নামের রেকর্ড থেকে বাবার নাম কেটে দিয়েছেন মা।বাবার আইনজীবী দাবি করেন, মা’কে শাস্তি দিয়ে কিছু হবে না। বরং মধ্যস্থতার সওয়াল করেন। অন্যদিকে মায়ের আইনজীবী জানান, তাঁরা মধ্যস্থতার প্রস্তাবে রাজি আছেন। তারইমধ্যে মা’কে উদ্দেশ্য করে ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘আপনি অহেতুক (পুরো বিষয়টার মধ্যে) নিজের সন্তানকে টেনে নিয়ে আসছেন।’

ভারতের প্রধান বিচারপতি আরও বলেন, ‘আপনি আপনার সন্তানের কেরিয়ার নষ্ট করছেন। আপনি ওর মাথা খাচ্ছেন। একদিন এটা ফেরত আসবে।’ সেইসঙ্গে উভয়পক্ষই রাজি থাকায় উত্তরাখণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ঋতু বাহরিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন মধ্যস্থতাকারী।