শনিবার রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে একটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে জানা যায়, জ্বালানি কম থাকায় বিমানটি তিরুবন্তপুরম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছিল। বিমানটি সেখানে অক্ষত অবস্থায় অবতরণ করতে পারে বলে জানা গিয়েছে। এই নিয়ে এবার মুখ খুলল ভারতীয় বায়ুসেনা।
বায়ুসেনা একটি বিবৃতি জারি করে বলেছে, ‘রয়্যাল নেভির এরটি এফ৩৫বি যুদ্ধবিমান তিরুবনন্তপুরমে জরুরি অবতরণ করতে বাধ্য হয় গত ১৪ জুন। এই যুদ্ধবিমানটি ব্রিটিশ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এইএচএমএস প্রিন্স অফ ওয়েলস থেকে উড়েছিল। উড়ানটি রুটিন ছিল। তবে এটি উড়ানের সময় জরুরি অবস্থার মুখোমুখি হয়।’

এরপর বায়ুসেনার তরফ থেকে আরও বলা হয়, ‘এফ৩৫বি যুদ্ধবিমানটি জরুরি অবস্থায় পড়ার কারণে নির্দিষ্ট পথ থেকে সরে যায়। ভারতীয় বায়ুসেনার আইএসিসিএস নেটওয়ার্কে বিমানটি ধরা পড়ে। এবং জরুরি অবতরণের জন্য যুদ্ধবিমানটিকে অনুমতি দেওয়া হয়। যুদ্ধবিমানটিকে ত্রুটি ঠিক করতে ভারতীয় বায়ুসেনা সাহায্য করছে।’ব্রিটিশ যুদ্ধবিমানটি আপাতত তিরুবনন্তপুরমেই রাখা হয়েছে বলে জানা গেছে। পিটিআই সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিরাপদে এই যুদ্ধবিমানটি কেরলের রাজধানীতে অবতরণ করেছিল। সেই সময় তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এরপরে নির্বিঘ্ন ও নিরাপদে যুদ্ধবিমানটি মাটি ছুঁয়ে ফেলে।