২০২৫ সালের এশিয়া কাপ ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে ২২ গজের লড়াইয়ের থেকেও বেশি লাইমলাইট কেড়েছে ২২ গজের বাইরের লড়াই। সিরিজ চলাকালে পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রউফের বেশ কিছু অঙ্গভঙ্গি ভারতের অপারেশন সিঁদুরকে টার্গেট করে করা হয়েছে, বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে প্রথম ম্যাচের সময়ই সূর্যকুমার যাদব ম্যাচ শেষে জয় উৎসর্গ করা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গ তোলেন ‘পহেলগাঁওতে জঙ্গি হামলা’র। সেই পর্বের পর আইসিসির শাস্তির কোপে পড়লেন পাকিস্তানের হারিস রউফ ও ভারতের সূর্যকুমার যাদব।
২০২৫ এশিয়াকাপে গত ১৪,২১,২৮, সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা ম্যাচগুলিতে, ক্রিকেটাদের ব্যবহারকে কেন্দ্র করে ওঠা অভিযোগের ক্ষেত্রে ‘কোড অফ কনডাক্ট’ র বিষয়ে এদিন শুনানি চলে আইসিসির উচ্চ পর্যায়ের ম্যাচ রেফারিদের প্যানেলের সামনে। সেখানেই স্থির হয় পহেলগাঁও প্রসঙ্গ ক্রিকেট মাঠে তোলা প্রসঙ্গে ভারতের টি২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ৩০ ম্যাচ ফির শতাংশ কেটে জরিমানা করা হবে। উল্লেখ্য, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধের প্রথম ম্যাচ জিতেই সেই জয় ভারতের সেনাকে উৎসর্গ করেন সূর্য, সমবেদনা প্রকাশ করেন পহেলগাঁও হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি। ভারতীয় ক্যাপ্টেন সলেই মন্তব্যের পরই পাকিস্তান সূর্যের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়।

এদিকে, পাকিস্তানের শাহেবজাদা ফারহান ব্যাট উঁচিয়ে বন্দুকের মতো তা দেখিয়ে মাঝমাঠে নিজের ব্যাটিং সাফল্য উজ্জাপন করেন। এই ঘটনা ভারত ভালোভাবে নেয়নি। অভিযোগ দায়ের করা হয়। তার জেরে আইসিসি তাঁকে জোরালোভাবে সতর্ক করেছে। তবে তাবড় শাস্তির কোপ পড়েছে হারিস রউফের উপর। বাউন্ডারিতে দাঁড়িয়ে তিনি ভারতীয় দর্শকদের প্রতি আঙুল দেখিয়ে কিছু অঙ্গভঙ্গি করেন, প্লেনের অঙ্গভঙ্গি করে রাফালকে নির্দিষ্ট করে অপারেশন সিঁদুরকে টার্গেট করেন। যার জেরে বিসিসিআই, আইসিসির কাছে অভিযোগ দায়ের করে। আর তার হাত ধরে, রউফের দুইবার ওই অঙ্গভঙ্গির কারণে, হ্যারিসের ম্যাচ ফির ৩০ শতাংশ কাটার পাশপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের ODIর ম্যাচে দুটো ম্যাচে সাসপেন্ড করা হয়েছে।