ICC Women’s WC Awards Full List। দীপ্তি-শেফালি যুগলবন্দিতে বিশ্বকাপ জয়

Spread the love

তৃতীয়বারের চেষ্টায় মহিলা বিশ্বকাপ জয় ভারতের। আর ফাইনালে ব্যাটে বলে একসঙ্গে জ্বলে ওঠেন শেফালি বর্মা এবং দীপ্তি শর্মা। দুই বাঘিনীর দুর্দান্ত পারফর্ম্যান্সে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে নিজেদের নামটা লেখাল ভারত। এবং ফাইনালের পরে দু’জনকেই পুরষ্কৃত করল আইসিসি। গতকাল ৭৮ বলে ৮৭ রান এবং বল হাতে ২টি উকেট নেওয়ার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শেফালি বর্মা। এই পুরষ্কার পাওয়ার দৌড়ে ছিলেন দীপ্তি শর্মাও। তিনি ৫ উইকেট নিয়েছিলেন, সঙ্গে একটি রানআউট। তার আগে ব্যাট হাতে করেছিলেন হাফ সেঞ্চুরিও। তবে ম্যাচ সেরার পুরষ্কার না পেলেও দীপ্তির হাতে ওঠে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মানটা। গোটা বিশ্বকাপে দীপ্তি ২২টি উইকেট নেন। ব্যাট হাতে করেন ২০০ রানের বেশি।

এদিকে দলগত ভাবেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইসিসি থেকে প্রায় ৪০ কোটি টাকা পুরষ্কার পাচ্ছেন রিচা, স্মৃতিরা। অন্যদিকে ফাইনাল হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকান দলও কয়েক কোটি টাকার পুরষ্কার পেল। প্রসঙ্গত, টুর্নামেন্টের আগেই আইসিসির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য মোট ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার দেওয়া হবে, যা ভারতীয় টাকায় প্রায় ১২৩ কোটি টাকা। এই প্রাইজ পুলের মধ্যে, বিজয়ী দলকে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩৯.৭৮ কোটি টাকা দেওয়ার কথা আইসিসির।

এদিকে আইসিসি গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩৪৩১৪ মার্কিন ডলার, অর্থাৎ প্রতি ম্যাচে জয়ের জন্য প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। লিগ পর্বে টিম ইন্ডিয়া ৩টি ম্যাচ জিতেছে। এভাবে ভারতীয় মেয়েদের প্রায় এক কোটি টাকা পকেটে যাওয়ার কথা। এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আড়াই লক্ষ মার্কিন ডলার পাওয়ার কথা ভারতের, যা প্রায় আড়াই কোটি টাকা। এভাবে ভারতীয় দল শুধুমাত্র আইসিসি থেকেই প্রায় ৪৩ কোটি টাকা পুরষ্কার পাবে।

এদিকে ফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের রানারআপ হিসাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৯.৮৮ কোটি টাকা) পাবে। এছাড়া গ্রুপ পর্বে ৫ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এজন্য আলাদাভাবে দেড় কোটি টাকা পাবেন লরা উলভার্ডটরা। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আড়াই লাখ ডলার অর্থাৎ, প্রায় আড়াই কোটি টাকা পকেটে যাবে তাঁদের। এইভাবে দক্ষিণ আফ্রিকাকে মোট ২৪ কোটি টাকা দেওয়া হবে আইসিসির তরফ থেকে। উল্লেখ্য, এই প্রথমবারের মত আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *