IIT Kharagpur Placement Offers Update। ১ কোটির বেশি বেতনের অফার পেলেন ৯! সর্বোচ্চ কত?

Spread the love

ক্যাম্পাসিংয়ের প্রথম তিনদিনেই ১,৮০০-র বেশি চাকরির অফার পেলেন আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা। আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ সালের প্লেসমেন্ট মরশুমের প্রথম দু’দিনে ৮০০-র বেশি চাকরির অফার এসেছে। আর তৃতীয় দিনে একলপ্তে চাকরি অফারের সংখ্যা ১,০০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। আর সেটার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের জনপ্রিয়তার পরিচয় পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে।

আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবারে মোট নয় পড়ুয়ার চাকরির প্যাকেজের অঙ্কটা এক কোটি টাকার (বার্ষিক) গণ্ডি পেরিয়ে গিয়েছে। সবথেকে বেশি অঙ্কের প্যাকেজ হল ২.১৪ কোটি টাকা। অর্থাৎ ওই পড়ুয়াকে বার্ষিক ২.১৪ কোটি টাকার প্যাকেজের চাকরির অফিসার দেওয়া হয়েছে। তবে কোন কোম্পানি থেকে সেই অফার দেওয়া হয়েছে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।

আর চাকরির সেরকম অফারে সন্তোষ প্রকাশ করেছেন আইআইটি খড়্গপুরের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপার্সন রাজীব মাইতি। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত প্লেসমেন্ট প্রক্রিয়ায় ৪০০-র বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। যে তালিকায় সফটওয়্যার, অ্যানালিটিক্স, ফিনান্স, ব্যাঙ্কিং, কোর ইঞ্জিনিয়ারিং, কনসাল্টিংয়ের মতো ক্ষেত্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানি আছে। 

একইসুরে আইআইটি খড়্গপুরের অধিকর্তা অমিত পাত্র জানিয়েছেন, ২০২৪-২৫ সালের প্লেসমেন্টে যে ১,৮০০-র বেশি চাকরির অফার এসেছে, তা তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে। আগামিদিনে যাঁরা বিভিন্ন কোম্পানির নেতৃত্ব দেবেন, তাঁদের তৈরি করার ক্ষেত্রে আইআইটি খড়্গপুরের যে সুনাম আছে, সেটা আরও ভালো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এবং ডিপ টেকের কারণে বিভিন্ন ক্ষেত্রের চরিত্র ক্রমাগত পালটে যাচ্ছে। আর সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে অবশ্যই চিরাচরিত জ্ঞানের ধারণার ক্রমাগত পরিবর্তন করে যেতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে আইআইটি খড়্গপুরেও পড়ুয়াদের সেরকমভাবে তৈরি করা হচ্ছে, যাতে তাঁরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *