India-Pakistan Conflict Latest Update। ‘অবান্তর’ তা স্পষ্ট হল পাক উপপ্রধানমন্ত্রীর কথাতেই

Spread the love

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ৭ মে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি ও শোরকোট বিমানঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ভারত। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর এই অভিযান চালিয়েছিল ভারত। 

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইশাক দার ক্ষয়ক্ষতির তথ্য দেন। অতীতে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী বারবার এই হামলার ফলে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে আসছিল। এই আবহে পাক উপপ্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পালটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ভারত আমাদের আগেই পদক্ষেপ করে বসে। সেটা আমাদের অবাক করে দিয়েছিল।’ এর আগে ভারত সরকার বারবার তাদের অভিযানকে ‘সুনির্দিষ্ট, পরিমিত এবং অ-উস্কানিমূলক’ বলে বর্ণনা করেছিল।

ভারত দাবি করেছে যে তারা কেবল সন্ত্রাসী অবকাঠামো এবং লঞ্চ প্যাডগুলিকে টার্গেট করেছিল তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন। তবে ভারত প্রতিবারই তাঁর দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে এবার ইশাক দার বলেন, হামলার পরপরই সৌদি যুবরাজ ফয়সাল বিন সালমান তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

ইশাক দার বলেন, ‘সৌদি প্রিন্স ফয়সাল বিন সালমান আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি জয়শঙ্করের সঙ্গে কথা বলতে পারেন কিনা। তিনি জয়শঙ্করকে ফোন করে জানান, পাকিস্তান সংঘাত থামতে প্রস্তুত।’ এরপরই সামরিক চ্যানেলে পাকিস্তানের তরফ থেকে ভারতের কাছে সংঘাত বন্ধের আবেদন জানানো হয়েছিল। এই আবহে ভারত-পাক সংঘাত ঠেকানোর যে কৃতিত্ব ট্রাম্প বারবার দাবি করছেন, তা যে অবান্তর, তা পাক বিদেশমন্ত্রীর কথা থেকেই স্পষ্ট।

ভারত বারবার বলে এসেছে, পাকিস্তান সরাসরি ভারতীয় সেনার সঙ্গে কথা বলে সংঘাত বন্ধের আবেদন জানিয়েছিল। এর আগে অপারেশন সিঁদর চলাকালীন বিভিন্ন দেশের নেতারা ভারতের সঙ্গে কথা বলেছিল। সেই সময় ভারত জানিয়েছিল, পাকিস্তান যদি সংঘাত বন্ধ করতে চায়, তাহলে তাদের সরাসরি ভারতের সঙ্গে কথা বলতে হবে। সেই মতো পাকিস্তান ভারতের কাছেই অনুরোধ জানিয়েছিল। আর তাতে সাড়া দিয়েই ভারত হামলা বন্ধ করেছিল। এখানে যে কারও মধ্যস্থতা ছিল না, তা ইশাক দারের কথায় স্পষ্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *