বিশ্ব জুড়ে ‘চিন সমর্থিত’ যে ফেন্টানাইল নেটওয়ার্ক চলছে তা ভাঙতে নাকি ভারতের সাথে একযোগে কাজ করছে মার্কিন সরকার। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, প্রায়শই মারাত্মক এই মাদক বেশ কিছু দেশ ঘুরে মেক্সিকান মাদক কার্টেলে পাঠানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এই সমস্যাটি নিয়ন্ত্রণে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে – এবং ফেন্টানাইল মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক সম্পর্কিত মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে সামনে এসেছে।
কাশ প্যাটেল এরপর বলেন, ‘এই মাদক ভারতের মতো জায়গায় যাচ্ছে, আমি ভারতে অভিযান চালাচ্ছি। এখন মেক্সিকান কার্টেলদের মেক্সিকোতে এই ফেন্টানাইল তৈরি করতে বলা হচ্ছে… ভারতে ফেন্টানাইলের কারণে মৃত্যুর খবর পাওয়া যায় না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ফেন্টানাইলের কারণে মৃত্যুর খবর পাওয়া যায় না। অথবা কানাডাতেও এম কিছু শোনা যায় না। সিসিপি এটিকে একটি নির্দেশিত পদ্ধতি আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে কারণ আমরা তাদের প্রতিপক্ষ।’এরপর কাশ প্যাটেল বলেন, ‘চিনা পাচারকারীরা খুব চতুর ভাবে নজরদারি এড়াতে চাইছে। তাই তারা ভারতের মতো দেশে পাচার করছে এই ফেন্টানাইল। যাতে সেগুলি ধরা না পড়ে। এই আবহে ভারতের সঙ্গে যুক্ত অনেক কেমিক্যাল উৎপাদনকারীর বিরুদ্ধে মামলা হয়েছে আমেরিকায়। তারা ফেন্টানাইলের উপাদান পাঠাচ্ছে এখানে। এই আবহে ভারতের এজেন্টদের সঙ্গে যৌথ ভাবে এফবিআই অভিযান চালিয়েছে।’

এরপর এফবিআই ডিরেক্টর বলেন, ‘আমি এই মাত্র ভারত সরকারের সঙ্গে কথা বললাম ফোনে। আমি তাদের বলেছি – আমার সাহায্য লাগবে। এই বস্তু আপনাদের দেশে আসছে এবং তারপর সেখান থেকে আমাদের এখানে আসছে। ভারতে ফেন্টানাইল সেবন কা হচ্ছে না। তাই এই সহ ভারতীয় সংস্থাকে খুঁজতে হবে যারা এই মাদকের উপাদান কিনছে। সেগুলিকে বন্ধ করতে হবে আমাদের।’