Indian Ambassador slams Norwegian Media। ইউরোপীয় দেশের ‘পাকিস্তান প্রীতি’ ধুয়ে মুছে সাফ করলেন ভারতীয় রাষ্ট্রদূত

Spread the love

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত যে পাকিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংস করে, তা নিয়ে নরওয়ের বহু সংবাদপত্র পাকিস্তানের দাবি মতো রিপোর্টিং করেছিল। এই আবহে এবার তাদের চোখের সামনে থেকে পট্টি খুলে দিয়ে সত্যিটা দেখানোর চেষ্টা করলেন নরওয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডঃ অ্যাকুইনো বিমল।

নরওয়ের একটি সংবাদমাধ্যমে কড়া ভাষার একটি প্রতিবেদন লেখেন সেদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ডঃ অ্যাকুইনো বিমল। সেখানে তিনি পহেলগাঁও হামলা এবং তার পরে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরেন। এরপর তিনি নরওয়ের সংবাদমাধ্যমের একাংশকে তোপ দেগে লেখেন, ‘ভারতের সন্ত্রাস বিরোধী অভিযানকে অন্য কোনও কিছু বলে আখ্যা দেওয়ার অর্থ, বিষয়টি ঘুরিয়ে দেওয়া। এতে শুধু সন্ত্রাসীদেরই লাভ হচ্ছে।’

ভারতীয় রাষ্ট্রদূত সরাসরি বলেন, নরওয়ের সংবাদমাধ্যমের কেউ কেউ ভারতের সরকারি অবস্থান তুলে না ধরে মিথ্যাচার প্রচার করেছে। যা খুবই দুর্ভাগ্যজনক। এরপর নরওয়েকে নীতির পাঠ পড়িয়ে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ‘ভারত এবং নরওয়ে গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারা একই সূত্রে আবদ্ধ। যেকোনও কারণেই হোক না কেন, নরওয়েতে কেউ সন্ত্রাসবাদকে সমর্থন করবে না।’

এরপর নরওয়ের সংবাদ পাঠক এবং দর্শকদের প্রতি ভারতীয় রাষ্ট্রদূত আবেদন করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সন্ত্রাসবাদের কারখানা যারা চালায়, তাদের পিছন থেকে যারা সাহায্য করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সত্য, দায়িত্বশীলতা এবং ঐক্যের আহ্বান জানান অ্যাকুইনো বিমল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *