Indian Army Military Exercise north of China। চিনের পড়শি দেশে মার্কিন কমান্ডের মহড়ায় ভারতীয় সেনা

Spread the love

চিনের উত্তরে মঙ্গোলিয়ায় বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় সেনা। শান্তিরক্ষার জন্য এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘খান কোয়েস্ট ২০২৫’। এই মহড়া শুরু হয়েছিল গত ১৪ জন। তা চলবে ২৮ জুন পর্যন্ত। মঙ্গোলিয়ান সেনা এবং মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের যৌথ উদ্যোগে এই অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কাঠামোয় থাকা ২৪টি দেশ ‘খান কোয়েস্ট ২০২৫’-এ অংশ নিয়েছে।

উল্লেখ্য, জুনের শুরুতেই চিনের উত্তরে অবস্থিত মঙ্গোলিয়ায় পৌঁছে যায় ভারতীয় সেনা। সেখানে প্রথমে ভারত-মঙ্গোলিয়া ১৭তম যৌথ সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয় উলানবাটরে। এই অনুশীলনের নাম ছিল ‘নোম্যাডিক এলিফ্যান্ট ২০২৫’। এই মহড়া দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছিল।

প্রসঙ্গত, আমেরিকার শুল্ক যুদ্ধের আবহে ‘ড্রাগন-হাতির নাচের’ উল্লেখ করে ভারতের সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়েছিল চিন। তবে এরপর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত বাঁধে। সেই সংঘাতে চিন পাকিস্তানের পাশেই ছিল। সেখানে চিনা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল পাকিস্তানি বাহিনী। তবে তা ডাহা ফেল করেছিল।

অপারেশন সিঁদুরের সময় চারটি পাকিস্তানি যুদ্ধবিমান এবং চিনের তৈরি দুটি বড় সামরিক বিমান (সি-১৩০জে ও এসএএবি ২০০০) ধ্বংস করেছিল ভারতীয় বিমানবাহিনী ও এয়ার ডিফেন্স সিস্টেম। রিপোর্টে দাবি করা হচ্ছে, সারগোধা, রফিকি, জ্যাকোবাবাদ, নুর খান-সহ ১১টি পাকিস্তানি বিমানঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এসব হামলায় দুটি এফ-১৬ যুদ্ধবিমান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *