Indian Idol 16। বাংলার শিল্পীদের প্রাধান্য দেন শ্রেয়া?

Spread the love

ইন্ডিয়ান আইডল ১৫-র ট্রফি উঠেছিল কলকাতার মেয়ে মানসী ঘোষের হাতে। মহারাষ্ট্রের লবি কাজে আসেনি, স্নেহা শঙ্কর শেষ করেছিলেন তৃতীয় স্থানে। প্রতি বছরই ইন্ডিয়ান আইডলের মঞ্চে একঝাঁক বাঙালি গায়ক-গায়িকা ভিড় জমান। গত বছর তো বাংলার ৭জন শিল্পী সেরা ১৫-য় স্থান করে নিয়েছিলেন।

শ্রেয়া ঘোষালের বিরুদ্ধে বাঙালি সঙ্গীতশিল্পীদের নিয়ে একচোখামির অভিযোগও নেটপাড়ায় নতুন নয়। চলতি বছরও ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে আছেন শ্রেয়া। সঙ্গী বিশাল দাদলানি এবং বাদশা। রবিবার ইন্ডিয়ান আইডলের সেরা ১৬-র তালিকা সামনে এল। সেখানে খানিক হতশাই এল বাংলার ঝুলিতে। কারণ গত বছরের অর্ধেক সংখ্যার শিল্পীও নেই সেরা ১৬-য়।

এই বছর সেরা ১৬-য় স্থান করে নিয়েছে বাংলার মাত্র ৩ জন। উত্তরবঙ্গের মেয়ে বনশ্রী গত সিজনে জি বাংলা সারেগামাপা-র মধ্যমণি ছিল। এবার সে জাতীয় মঞ্চে। বনশ্রীর অঙ্কভীতি ইন্ডিয়ান আইডলেও টক অফ দ্য টাউন। থিয়েটার রাউন্ডেও এই রাজবংশী কন্যে চমকে দেন বিচারকদের। অবকে সজন সাওয়ান মে গেয়ে মুগ্ধতা ছড়ালেন বনশ্রী। পিছিয়ে ছিলেন না আরফিন রানাও।

কলকাতার ছেলে আরফিন স্বর্গীয় উস্তাদ রাশিদ খানের ছাত্র। এক দশক আগে জি বাংলা সারেগামাপার মঞ্চ কাঁপানো এই গায়ক প্রথম পারফরম্যান্সেই মন জিতেছিল গোটা ইন্ডিয়ার। থিয়েটার রাউন্ডে প্রয়াত জুবিন গর্গের জানে ক্যায়া চাহে মন বাওয়ারা গেয়ে বাজিমাত করলেন আরফিন। এছাড়াও বাংলার মেয়ে অঙ্কিতা প্রধানও সেরা ১৬-য় নিজের জায়গা পাকা করেছে।

চলতি বছর প্রতিযোগিতা বেশ কঠিন। কারণ শ্রীনীধী, সুগন্ধার মতো রিয়ালিটি শো-এর অভিজ্ঞ খিলাড়িরা রয়েছে এই সিজনে।

এক নজরে সেরা ১৬-র তালিকা-

শ্রীনীধী শাস্ত্রী (কর্নাটক) , অভিজিৎ শর্মা (হরিয়ানা), জ্যোতির্ময়ী নায়ক (ওড়িশা), আরফিন রানা (পশ্চিমবঙ্গ), বনশ্রী (পশ্চিমবঙ্গ), অঙ্কিতা (পশ্চিমবঙ্গ), সুহেল সুফি (দিল্লি), মানব (পাঞ্জাব), তনিষ্ক শুক্লা (মধ্যপ্রদেশ), সুগন্ধ দাতে (মহারাষ্ট্র), শ্রেয়া বর্মা (দিল্লি), অমৃতা রাজন (কেরল), অনুষ্কা চোনকর (মহারাষ্ট্র), দিবাকর চৌবে (গুরগাঁও, হরিয়ানা), মনরাজ বীর (দিল্লি), এবং অভিষেক শর্মা (ঝাড়খন্ড)।

সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে তাবিশ আলির এই তালিকায় জায়গা না পাওয়া নিয়ে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই কাণ্ড।

সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- দেশের সব প্রান্তের সঙ্গীতশিল্পীরা থাকলেও এইবারও পল্লায় ভারী বাংলার দাবেদারি। কারণ একমাত্র পশ্চিমবঙ্গেরই তিন তিনজন শিল্পী রয়েছে সেরা ১৬-য়। মানসীর পর আরও একবার ইন্ডিয়ান আইডলের ট্রফি উঠবে বাঙালি সঙ্গীতশিল্পীর হাতে? উত্তর দেবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *