ভারতীয় নৌবাহিনীর কর্মীদের সাথে আইএনএস বিক্রান্তে গিয়ে দেখা করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানি সন্ত্রাসী শিবিরে ভারতীয় হামলার পর ভারতের উপর পাকিস্তানি আগ্রাসন ও দুঃসাহসিক অভিযান প্রতিহত করতে বিমানবাহী রণতরীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
এদিকে মাসুদ আজহার ও হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দিতে আজ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আইএনএস বিক্রান্তে থাকা নৌসেনাদের উদ্দেশে রাজনাথ সিং বলেন, পাকিস্তানকে স্পষ্ট করে বুঝতে হবে যে স্বাধীনতার পর থেকে তারা যে বিপজ্জনক সন্ত্রাসবাদের খেলা খেলছে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে রাজনাথ সিং বলেন, এই হুমকি মোকাবিলায় ভারত সম্ভাব্য সব উপায় ব্যবহার করবে। তিনি বলেন, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এম সব পদক্ষেপ করতে পারি যা তারা ধারণাও করতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রী মনে করান, ‘খুব অল্প সময়ের মধ্যে আমরা পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিলাম।’ সাম্প্রতিক সামরিক অভিযানের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, ‘অপারেশন সিঁদুর’ ভারতের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার একটি নির্ধারণী মুহূর্ত হিসাবে বর্ণনা করা হবে। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সম্মুখ আক্রমণ।’ রাজনাথ সিং স্পষ্ট করে দেন, পাকিস্তানের যে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ এরপর থেকে যুদ্ধ হিসেবে দেখবে ভারত।

এরপর রাজনাথ সিং আরও বলেন, ‘ভারতীয় নৌবাহিনী এখন নীরব, কিন্তু সুনামি ঝড় তোলার সম্ভাবনা রয়েছে এর মধ্যে। পাকিস্তানের এটা মনে রাখা উচিত।’ রাজনাথ সিং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘পাকিস্তানের নিজের হাতে সন্ত্রাসবাদের নার্সারি উপড়ে ফেলার সময় এসেছে।’