Indians in Iran। তেহরান থেকে পড়ুয়াদের বের করে আনল ভারত

Spread the love

ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ ক্রমশ গুরুতর আকার নিচ্ছে। ভয়াবহ এই যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। আর এই সময়েই উদ্বেগ বাড়ছে ইরান এবং ইজরায়েলে থাকা ভারতীয়দের নিয়ে। তারইমধ্যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হল, ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে সুরক্ষাজনিত কারণে ভারতীয় পড়ুয়াদের তেহরান থেকে বের করে আনা হয়েছে। যে ভারতীয়রা নিজেরা পারবেন, তাঁদেরও শহর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতীয়দের একাংশকে আর্মেনিয়া সীমান্ত দিয়ে ইরান ছাড়ার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। তারইমধ্যে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথার রেখে এবার নয়া নির্দেশিকা জারি করেছে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। একাধিক হেল্পলাইন নম্বরের পাশাপাশি যোগাযোগের জন্য জারি করা হয়েছে টেলিগ্রাম লিঙ্ক।

সোশাল মিডিয়ায় ইরানে অবস্থিত ভারতীয়দের জন্য টেলিগ্রাম লিঙ্ক শেয়ার করে তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই লিঙ্ক শুধুমাত্র ইরানে থাকা ভারতীয়দের জন্য। সেখানে থাকা বর্তমান পরিস্থিতি ও খোঁজখবরের জন্য সকলকে ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ করা হয়েছে। ভারতীয় দূতাবাস এখন সেখানে থাকা ভারতীয় নাগরিক অপ্রয়োজনীয় ঘোরফেরা পরিহার করার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা এবং সোশ্যাল মিডিয়াতে দেওয়া আপডেট দেখার কথাও জানিয়েছে তারা।

এর পাশাপাশি একাধিক হটলাইন নম্বরও শেয়ার করেছে দূতাবাস। যে কোনওরকম সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নম্বরগুলি হল…শুধুমাত্র ফোন করা যাবে +98 9128109115 এবং +98 9128109109 এই দুটি নম্বরে।হোয়াটস অ্যাপ করা যাবে +98 901044557, +98 9015993320 এবং +91 8086871709।এছাড়াও বন্দর আব্বাসে থাকা ব্যক্তিরা +98 9177699036 এবং জাহেদানে থাকা নাগরিকরা +98 9396356649 নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে। দূতাবাস নিয়মিত আপডেট পেতে ভারতীয় নাগরিকদের জন্য একটি টেলিগ্রাম চ্যানেলও চালু করেছে।

অন্যদিকে, সংঘর্ষর পঞ্চম দিনে ইজরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই নিয়ে সতর্ক করেছে ইজরায়েলের সেনা। এই আবহে ইরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে তেহরান খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেখানে থাকা মার্কিন নাগরিক-সহ সবাইকে তেহরান ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছেন তিনি।

এই পরিস্থিতিতে সোমবার হোয়াইট হাউস ঘোষণা করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই ফিরে যাচ্ছেন।কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনের মধ্যে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরানকে আমি যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম সেটায় স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এখনের পরিস্থিতি। মানুষের জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না। আমি বারবার বলেছি। সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত!’

এদিকে, চিনের দূতাবাস তাদের নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ইজরায়েল ত্যাগ করার নির্দেশ দিয়েছে।মঙ্গলবার চিনা দূতাবাস নাগরিকদের উদ্দেশে এক বিবৃতিতে বলেছে, ‘ইজরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগ করা সম্ভব নয়। তাই ইজরায়েলে অবস্থিত চিনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

নাগরিকদের জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দিয়ে দূতাবাস আরও বলেছে, সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অনেক অসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, অসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *