India’s action amid Iran-Israel War। এবার ইজরায়েলে ‘অপারেশন সিন্ধু’ চালাবে ভারত

Spread the love

ইরানের পরে ইজরায়েলেও ‘অপারেশন সিন্ধু’ চালানোর সিদ্ধান্ত নিল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমানে যে রকম পরিস্থিতি চলছে, তাতে যে ভারতীয়রা ইজরায়েল ছাড়তে চান, তাঁদের সেই সুযোগ করে দেওয়া হবে। প্রাথমিকভাবে তাঁদের ইজরায়েল থেকে বের করে আনা হবে স্থল সীমান্ত দিয়ে। সেখান থেকে আকাশপথে তাঁরা ভারতে আসবেন।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার যাবতীয় বন্দোবস্ত করবে তেল আভিভের ভারতীয় দূতাবাস। তাই যে ভারতীয়দের এখনও দূতাবাসে নাম নথিভুক্ত করা হয়নি, তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই কাজটা করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয়দের সতর্ক থাকার এবং সুরক্ষা মেনে চলারও নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। 

ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য তেল আভিভের দূতাবাসে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও খোলা হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কারও দরকার থাকলে বা কারও কোনও প্রশ্ন থাকলে তাঁরা ভারতীয় দূতাবাসেও যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর হল – +972 54-7520711 এবং +972 54-3278392। ইমেল আইডি হল: [email protected]

সূত্রের খবর, বর্তমানে ইজরায়েলে ৩২,০০০-র বেশি ভারতীয় রয়েছেন। প্যালেস্তাইনীয়দের পরিবর্ত হিসেবে গত কয়েক মাসে ভারতীয়দের আরও বেশি করে কাজে নিয়েছে ইজরায়েল কর্তৃপক্ষ। তাছাড়া পড়াশোনার সূত্রেও অনেক ভারতীয় আছেন ইজরায়েলে। সবমিলিয়ে ভারতীয়রা ইজরায়েলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন।এখনও পর্যন্ত স্বস্তির বিষয় হল, ইজরায়েলে থাকা কোনও ভারতীয়দের কেউ হতাহত হয়েছেন বলে কোনও খবর মেলেনি।

তবে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। ইজরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, তাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ইতিমধ্যে ইরান থেকে প্রথম দফায় ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে নামা এক পড়ুয়া বলেছেন, ‘আমরা আকাশে মিসাইল দেখতে পাচ্ছিলাম। আশপাশের এলাকায় বোমা পড়ার শব্দ পাচ্ছিলাম। ভয় কাঁপছিলাম আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *