India’s Operation in Iran। এবার আর্মেনিয়া হয়ে ইরানে ‘মিশন’ চালাতে পারে ভারত

Spread the love

বিগত বছরগুলিতে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়েছে দিল্লি। কোভিডের সময় গোটা বিশ্ব জুড়ে ‘বন্দে ভারত মিশন’/’অপারেশন সমুদ্র সেতু’ চালিয়েছিল দিল্লি। এরপর আফগানিস্তানে ২০২১ সালে অপারেশন দেব শক্তি চালিয়েছিল ভারত। তারপর ২০২২ সালে ইউক্রেনে অপারেশন গঙ্গা, ২০২৩ সালে সুদানে অপারেশন কাবেরী, ইজরায়েল অপারেশন অজয়, ২০২৪ সালে হাইতিতে অপারেশন ইন্দ্রবতী চালিয়েছিল ভারত।

এবার ইজরায়েল-ইরান সংঘাতের আবহে ইরান থেকে ভারতীয়দের দেশে ফেরাতে অভিযান চালাতে পারে ভারত। এদিকে ইরানে আকাশসীমা বন্ধ করা হয়েছে সংঘাতের আবহে। এহেন পরিস্থিতিতে আর্মেনিয়া হয়ে ভারতীয়দের ইরান থেকে দেশে ফেরানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে দিল্লি। উল্লেখ্য, এর আগে ইউক্রেন থেকেও তৃতীয় দেশ হয়ে ভারতীয়দের দেশে ফিরিয়েছিল ভারত।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেন আর্মেনিয়ার বিদেশমন্ত্রী আরারাত মিরজোয়ানের সঙ্গে। উল্লেখ্য, আর্মেনিয়া ইরানের উত্তরপশ্চিম সীমান্তে। এই আবহে ইরান থেকে ভারতীয়দের সড়ক পথে আর্মেনিয়ায় নিয়ে গিয়ে সেখান থেকে আকাশপথে তাঁদের ভারত ফিরিয়ে আনা হতে পারে। সেই ক্ষেত্রে মধ্য এশিয়ার ওপর দিয়ে সেই বিমান ভারতে নিয়ে আসা হতে পারে।এদিকে এই সব সম্ভাবনার মাঝে মধ্যরাতের পরে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে সেই দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে দূতাবাসের সাহায্যে। এদিকে ইরানে বসবাসরত ভারতীয়রা তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে তাঁদের নাম রেজিস্টার করাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *