IPL-র মাঝে BCCI-র নিয়ম পরিবর্তনে অখুশি নাইট রাইডার্স ম্যানেজমেন্ট

Spread the love

আইপিএল ২০২৫র মাঝপথেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ক্ষেত্রে বিসিসিআই বড় সিদ্ধান্ত নিয়েছে। এবারের আইপিএলে দেখা গেছে, বেশ কয়েকটি ম্যাচেই বৃষ্টি হয়েছে, তার জন্য খেলায় বিলম্ব হয়েছে। এই যেমন কদিন আগে ধর্মশালায় যে ম্যাচ বন্ধ হয়েগেছিল, সেই পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেছিল।

BCCI-র সিদ্ধান্তে অখুশি কেকেআর
এতদিন আইপিএলের নিয়ম ছিল, কোনও ম্যাচে বৃষ্টি হলে, ১ ঘন্টা অতিরিক্ত বরাদ্দ করা হত ম্যাচের জন্য। আর প্লে অফের ম্যাচের ক্ষেত্রে ১২০ মিনিট বা ২ ঘন্টা বরাদ্দ করা হতো। কিন্তু এবারের আইপিএলের শেষ ৯টি ম্যাচের ক্ষেত্রেই এবার থেকে ১২০ মিনিট অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে বৃষ্টিজনিত কারণের জন্য। আর আইপিএলের মাঝেই এই সিদ্ধান্ত বদলের বিষয়টি ভালোভাবে নেয়নি কেকেআর। তাঁদের মনে হয়েছে এই নিয়মটাই যদি শুরু থেকে লাগু করা হতো তাহলে এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও আইপিএলের প্লে অপের দৌড়ে থাকত। আর সেই নিয়েই বিসিসিআইয়ের কাছে উষ্ণা প্রকাশ করল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

বৃষ্টির জন্য নিয়ম বদলের কথা জানান IPL CEO
আইপিএলেও সিইও হেমাং আমিন ১০ দলকেই এই নয়া নিয়মের কথা উল্লেখ করে একটি মেল করেন। তিনি জানান এবারে অন্যান্যবারের তুলনায় আগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরও নিজেদের কথাটি জানা। অন্তত ১৭ মে থেকে এই নিয়ম কার্যকর করা উচিত ছিল বোর্ডের, মত দেন নাইট সিও। তিনি মেলে লেখেন, ‘হয়ত পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএলের মাঝপথে এই ধরণের নিয়ম পরিবর্তন অত্যন্ত জরুরি, কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আরও ধারাবাহিক হওয়া যেত, তাহলে আরও ভালো হত ’।

IPL-র দ্বিতীয় পর্বের শুরু থেকে নিয়ম লাগু করা হতে পারত
বেঙ্কি মাইসোরের এই বক্তব্যের কারণ শনিবার কেকেআর বনাম আরসিবি ম্যাচটি দিয়ে আইপিএল ফের শুরুর কথা থাকলেও বৃষ্টির জন্য সেই ম্যাচ বাতিল হতেই কেকেআর প্লে অফের দৌড় থেক ছিটকে যায়। সেকথা উল্লেখ করেও বেঙ্কি মাইসোর লিখেছেন, ‘যখন আইপিএল ফের শুরু হল ১৭ মে, তখনও কিন্তু বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ছিল। আগে থেকেই পূর্বাভাস সেই কথাই বলছিল। ম্যাচ শুধু বাতিল করাই নয়, অন্তত ১২০ মিনিট অপেক্ষা করার নিয়মটা যদি সেদিন লাগু করা হত, তাহলে ৫ ওভারের ম্যাচও সম্ভব হত ’।

KKR-র সঙ্গে অন্যায় করা হয়েছে
এরপর কার্যত সমালোচনার সুরেই বেঙ্কি মাইসোর চিঠিতে লিখেছেন, ‘বেঙ্গালুরুতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কেকেআরের প্লে অফের রাস্তা বন্ধ হয়ে যায়। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব একদমই কাম্য নয়। আমি নিশ্চিত যে তোমরা বুঝতে পারছ, যে কেন আমরা মনে করছি যে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে ’। জানা গেছে, কলকাতা নাইট রাইডার্স একাই নয়, আরও বেশ কয়েকটা দলই নাকি আইপিএলের মাঝপথে এই নিয়ম পরিবর্তনে অখুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *