ইরানের ক্ষমতাচ্যুত শাহ মহম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি ইরানের বর্তমান ইসলামি শাসনের পতনের ‘ঘোষণা’ করলেন। ইরানের ক্ষমতা ‘পুনরায় নিজেদের হাতে নেওয়ার’ জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রেজা। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির উদ্দেশে বলেন, ‘তিনি ভীত ইঁদুরের মতো লুকিয়ে আছেন এবং দেশের নিয়ন্ত্রণ হারিয়েছেন।’
এক ভিডিয়ো বার্তায় রেজা পাহলভি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটেছে। যা শুরু হয়েছে তা আর পরিবর্তন করা যাবে না। ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল এবং এখনই সময় এসেছে ইতিহাসের পাতা উল্টানোর। এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর। সময় এসেছে ইরানকে ফিরিয়ে আনার।’অতীতে যুদ্ধ বন্ধে তাঁর প্রচেষ্টার কথা উল্লেখ করে ভিডিয়োতে তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের সমাপ্তি হলে তা হবে ইরানি জাতির বিরুদ্ধে ৪৬ বছরের দীর্ঘ যুদ্ধের সমাপ্তি।’ পাহলভি দেশের প্রতিটি কোণ থেকে মানুষকে উঠে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্দর আব্বাস থেকে শিরাজ থেকে ইসফাহান, তাবরিজ থেকে জাহেদান, মাশহাদ থেকে আহভাজ, শাহর-ই-কর্দ থেকে কেরমানশাহ পর্যন্ত সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই শাসনের অবসান ঘটাতে হবে।
রেজা পাহলভি অভিযোগ করেন, খামেনি আত্মগোপনে চলে গেছেন এবং দেশের ওপর সরকারের নিয়ন্ত্রণ আলগা হয়ে গেছে। তিনি আরও বলেন, ইরানের নিরাপত্তা ব্যবস্থা এখন ভেঙে পড়তে শুরু করেছে এবং কেবল একটি জাতীয় অভ্যুত্থানই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে পারে। ইসলামি প্রজাতন্ত্রের পতনের পর দেশটি নৈরাজ্য বা গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে না বলেও আশ্বাস দেন তিনি।

রেজা পাহলভি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের পতনের পর থেকে ভয় পাবেন না। ইরানের ভবিষ্যৎ নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা প্রথম ১০০ দিনের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং একটি জাতীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।’ সেনাবাহিনী ও সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে রেজা পাহলভি বলেন, ‘মৃত্যুপথযাত্রী শাসনের জন্য নিজেকে উৎসর্গ করবেন না। মানুষ আপনাকে ডাকছে। তাদের পাশে দাঁড়ান এবং ইরানের পুনর্গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করুন।’
কে এই রেজা পাহলভি? তিনি ইরানের প্রাক্তন শাহ মহম্মদ রেজা পাহলভির ছেলে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে রাজতন্ত্রের পতনের পর যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন কাটান রেজা। বর্তমানে ইরানে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি সরব। ২০২৩ সালে ইজরায়েল সফর করেছেন তিনি এবং ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রেজা।