কোভিড আক্রান্ত হলেন জো বাইডেন(Joe Biden)। তাঁর শারীরিক অবস্থা, বার্ধক্য নিয়ে বিগত দিনে ক্রমাগত প্রশ্ন উঠেছে। এমনকী তাঁর নিজের দলেও এই নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁকে প্রার্থীপদ থেকে সরানোর দাবি জানাচ্ছেন ডেমোক্র্যাটদের একটা বড় অংশ। আর এই সবের মাঝেই পুনর্নিবাচনের জন্যে প্রচার চালিয়ে যাচ্ছেন বাইডেন। এর জন্যে লাস ভেগাসে একটি ইভেন্টে অংশ নেন বাইডেন। সেই অনুষ্ঠানের পরই জানা যায়, বাইডেন কোভিড আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, বাইডেন এর আগে কোভিড ভ্যাকসিন নিয়েছেন। এমনকী টিকার বুস্টার শটও নিয়েছেন তিনি। তবে কোভিড আক্রান্ত হওয়া এবার তিনি ডেলাওয়ারে গিয়ে ‘আইসোলেশনে’ থাকবেন। সেখন থেকেই রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব সামলানোর কথা বাইডেনের(Joe Biden)।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একের পর এক ‘ভুল’ করেছেন জো বাইডেন। সাক্ষাৎকার থেকে ট্রাম্পের বিরুদ্ধে ডিবেটে জড়িয়েছে তাঁর কথা। এরই মাঝে কয়েকদিন আগেই এক রিপোর্টে দাবি করা হয়, গত জানুয়ারি মাসে হোয়াই হাউজে এসেছিলেন পার্কিনসন রোগ বিশেষজ্ঞ। এই আবহে বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে আরও জল্পনা বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, গত ১৭ জানুয়ারি পার্কিনসন বিশেষজ্ঞ ডঃ কেভিন কানার্ড হোয়াইট হাউজে গিয়েছিলেন। সেখানে তিনি বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক ডঃ কেভিন ও’কনরের সঙ্গে দেখা করেছিলেন। দুই চিকিৎসকের মধ্যে কী কথা হয়েছিল, তা জানা যায়নি। তবে এই রিপোর্ট সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে, বাইডেনের কি তাহলে পার্কিনসন হয়েছে? প্রসঙ্গত, বয়সের চাপে ঝুঁকে পড়া বাইডেনকে নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় নানান ঠাট্টা তামাশা হচ্ছে। ট্রাম্পও বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে তোপ দেগেছেন বারংবার। এই আবহে তাঁর দলেরই অন্দরে বাইডেনকে সরে যাওয়ার জন্যে রব উঠেছে।
এর আগে একের পর এক অনুষ্ঠানে মুখ ফসকেছে বাইডেনের। তবুও তিনি নির্বাচনে লড়াই করার বিষয়ে অনড়। তবে কখনও তাঁর কথা জড়িয়ে যাচ্ছে। আবার কখনও নিজের ভাইস প্রেসিডেন্ট মলা হ্যারিসকে ‘ট্রাম্প’ বলে সম্বোধন করছেন। আর সম্প্রতি তো ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘পুতিন’ বলে ডেকে বসেন তিনি। এই আবহে ডেমোক্র্যাট সমর্থকরা বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে সাঁড়াশি চাপ সৃষ্টি করলেন। বাইডেন ঘেঁষা পলিটিকাল অ্যাকশন কমিটি ‘ফিউচার ফরোয়ার্ড’কে ডেমোক্র্যাট সমর্থকদের একটা বড় অংশ জানিয়েছে, বাইডেন যদি নির্বাচনী লড়াই থেকে না সরেন, তাহলে ৯০ মিলিয়ন ডলার অনুদান আটকে দেবেন তাঁরা।