Jyoti Basu Biopic। আসছে প্রয়াত জ্যোতি বসুর বায়োপিক

Spread the love

ক্রিকেট ব্যক্তিত্ব হোক অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব, রুপালি পর্দায় বহু মানুষের জীবনী বারবার ফুটে উঠেছে শিল্পের আকারে। এবার বড় পর্দায় আসতে চলেছে, প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যোতি বসুর জীবনী। নাম ভূমিকায় অভিনয় করবেন এক বলি অভিনেতা।

একটানা ২৩ বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী হয়ে ওঠা হয়নি ঠিকই, কিন্তু রাজনৈতিক ইতিহাসে জ্যোতি বসুর অবদান ভুলে যাওয়ার মতো নয়। একজন শিক্ষিত, দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি। এবার জ্যোতি বসুর জীবনের নানান অজানা কাহিনীই ফুটে উঠবে সিনেমার পর্দায়।

সূত্র মারফত জানা গিয়েছে, সম্পূর্ণ সিপিএমের পার্টি ফান্ড থেকে তৈরি হতে চলেছে এই বায়োপিক। বহুদিন ধরেই এই সিনেমাটি তৈরি করার পরিকল্পনা চলছিল, অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিক থেকেই শুরু হয়ে যাবে প্রি প্রোডাকশনের কাজ।

জ্যোতি বসু, রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের তরফ থেকে। ইতিমধ্যেই কলকাতা এবং মুম্বইয়ের একাধিক পরিচালকের সঙ্গে কথাও বলা হয়ে গিয়েছে। নাম ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও ঠিক করা না হলেও ইতিমধ্যেই কথা বলা হয়েছে নাসির উদ্দিন শাহের সঙ্গে।

এই বিষয়ে সিপিএম নেতা রবিন দেব বলেন, ‘জ্যোতি বাবু দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন অনেক কাজই করেছেন যা মানুষ জানে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বায়োপিকের মাধ্যমে সেই সমস্ত অজানা ইতিহাসই তুলে ধরার চেষ্টা করা হবে।’ তবে শুধু বাংলা ভাষা নয়, অন্যান্য ভাষাতেও মুক্তি পেতে চলেছে এই বায়োপিক।

জ্যোতি বসুর বায়োপিক তৈরি হওয়ার কথা ছড়িয়ে যেতেই ফের কটাক্ষের সম্মুখীন হতে হল গোটা সিপিএম দলকে। এই প্রসঙ্গে মন্তব্য প্রকাশ করে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘ওদের কোনও নেতৃত্ব নেই, যারা নতুন তারা নিজের পাড়াতেও জিততে পারেন না। এখন জ্যোতিবাবুকে সামনে রেখে জেতার চেষ্টা করা হচ্ছে।’

কুণাল ঘোষ আরও বলেন, ‘জ্যোতি বসুর বায়োপিক দেখানো হবে সে ভালো কথা, কিন্তু তাহলে এটাও দেখাতে হবে কিভাবে একটা গোটা লবি ওনাকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। কীভাবে জ্যোতিবাবুর মন্ত্রিসভাকে চোরের মন্ত্রিসভা বলে উল্লেখ করে বুদ্ধবাবু ইস্তফা দিয়েছিলেন। সেগুলি যদি না দেখানো হয় তাহলে কিন্তু বায়োপিক সম্পন্ন হবে না।’

প্রসঙ্গত, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নিজেও সিপিএম নেতা অনিল বিশ্বাসের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ ছবিতে অভিনয় করবেন কুণাল। দীপান্বিতা রায়ের লেখা অন্তর্ধানের নেপথ্যে গল্পের ওপর নির্ভর করে সিনেমাটি তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *