Jyotishi’s Claim on Sonam Raghuvanshi। সোনম রঘুবংশীর সমকামী সম্পর্ক আছে

Spread the love

ইন্দোরের রাজা রঘুবংশী হত্যা মামলায় ধৃত সোনমের নাকি সমকামী সম্পর্ক রয়েছে। এমনই দাবি করলেন সোনমের সঙ্গে রাজার কুষ্ঠি মিলিয়ে দেখা জ্যোতিষীর। তিনি দাবি করেছেন, এই মামলায় জড়িত দ্বিতীয় নারীর নাম শিগগিরই প্রকাশ্যে আসবে। রাজার পরিবারের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি।

দাবি করা হচ্ছে যে রাজা এবং তাঁর পরিবার সম্পর্কে এই জ্যোতিষীর বেশিরভাগ ভবিষ্যদ্বাণীই সত্য বলে প্রমাণিত হয়ে এসেছে এতদিন। এই আবহে জ্যোতিষী অজয় দুবে দাবি করেন, সোনমের জন্মকুণ্ডলীর সঙ্গে রাজা জন্মকুণ্ডলী মিলিয়ে দেখেছিল রাজার পরিবার। এই আবহে রাজার পরিবারের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন করা হয় তাঁকে। সেই সব প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তিনি।

এই নিয়ে নাকি সেই জ্যোতিষীকে রাজার পরিবার প্রশ্ন করেছিল, রাজা খুন হয়েছেন কিন্তু তাঁদের পুত্রবধূ সোনম কোথায়? এই প্রশ্নের উত্তরে নাকি বহু আগেই অজয় দুবে দাবি করেছিলেন, সোনম বেঁচে আছেন এবং নিরাপদে আছেন। এরই সঙ্গে অজয় দুবেকে প্রশ্ন করা হয়েছিল, রাজার খুনের সঙ্গে কারা জড়িত? উত্তরে তিনি বলেছিলেন, তিন থেকে চারজন মানুষ এবং এক মহিলা এই খুনের সঙ্গে জড়িত।

এমনকী খুনের সঙ্গে জড়িত ‘সেই নারী’ কে, তাও জানতে চেয়েছিল রাজার পরিবার। তখন নাকি এই জ্যোতিষী জানিয়ে দিয়েছিলেন, তাঁদের পুত্রবধূ সোনম এই খুনের রহস্যের সঙ্গে জড়িত। এছাড়া জ্যোতিষী অজয় দুবে দাবি করেছেন, এই খুনের রহস্যের সঙ্গে আরও এক মহিলা জড়িত। শিগগিরই দ্বিতীয় নারীর নাম প্রকাশ্যে আসবে বলে দাবি করেছেন তিনি।

অন্য এই মহিলা সোনমের বন্ধু হতে পারেন বলে দাবি করেন জ্যোতিষী। তিনি বলেন, এই বন্ধুর সঙ্গে সমকামী সম্পর্ক থাকতে পারে সোনমের। জ্যোতিষী অজয় দুবে বলেন, সোনমের পরিবার রাজার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সোনমের পরিবারের পক্ষ থেকে রাজার পরিবারকে রাশিফলের ‘মৃত্যু যোগের’ কথা জানানো হয়নি। তাঁর দাবি, রাজার পরিবারকে যদি মৃত্যুযোগের কথা জানানো হত, তাহলে ব্যবস্থা নেওয়া হত এবং এই ঘটনা ঘটত না।

জ্যোতিষী আরও দাবি করেন, সোনম খুব জেদি এবং একগুঁয়ে মেয়ে। সোনমের গত ২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তার কুণ্ডলীতে রাহুর যোগ ছিল, তাই সে যা খুশি তাই করত। অজয় দুবের দাবি, সোনমের রাশিফল দেখে জানা গিয়েছে যে, সে যা চেয়েছিল তা অর্জন করতে যে কোনও কিছু করতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *