ধর্ষণের অভিযোগে আজ নবগ্রাম থানায় তলব করা হয়েছে কার্তিক মহারাজকে। তবে আজ তিনি সেখানে হাজিরা দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এর আগে সোমবার মুর্শিদাবাদে ভারত সেবাশ্রমে গিয়ে কার্তিক মহারাজকে তলবের নোটিশ দিয়ে এসেছে পুলিশ। অবশ্য পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলার বাইরে আছেন কার্তিক মহারাজ। এই আবহে আজ নবগ্রাম থানায় কার্তিক মহারাজের হাজিরা দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।
উল্লেখ্য, সম্প্রতি কার্তিক মহারাজের নামে এবার গুরুতর অভিযোগ করেন এ মহিলা। অভিযোগকারীর দাবি, পদ্মশ্রীপ্রাপ্ত ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী নাকি চাকরি দেওয়ার নামে তাঁর সঙ্গে সহবাস করেছেন। এই আবহে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে।
অভিযোগ দায়ের করা মহিলার দাবি, এক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্তিক মহারাজ। সেই প্রতিশ্রুতি দিয়েই দিনের পর দিন নাকি তাঁকে ধর্ষণ করে গিয়েছেন কার্তিক মহারাজ। এই ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। অভিযোগকারিণী বহরমপুরের বাসিন্দা। তিনি এও দাবি করেন যে তিনি একবার গর্ভবতী হয়ে পড়েছিলেন। সেই সময় জোর করে তাঁর গর্ভপাত করানো হয়েছিল।

দাবি করা হয়েছে, ২০১৩ সালে একটি স্কুলে সেই মহিলাকে নাকি চাকরি করিয়ে দিয়েছিলেন কার্তিক মহারাজ। সেই স্কুলের আবাসনের পাঁচতলায় থাকতেন সেই মহিলা। সেই সময় নাকি ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাঁর সঙ্গে জোর করে সহবাস করেছিলেন কার্তিক মহারাজ।এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, কার্তিক মহারাজ বহুবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকী তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়েও জল্পনা তুঙ্গে। এই আবহে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে পালটা অভিযোগ করছেন তাঁর অনুগামীরা।