সাউথ ক্যালকাটা ল’ কলেজের ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের আইনজীবী দাবি করলেন, তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে। নির্যাতিতা ছাত্রী মিথ্যে অভিযোগ করছেন বলেও দাবি করেন মনোজিতের আইনজীবী। তাঁর দাবি, মনোজিতের ঘাড়ে ‘লাভ বাইট’ দেখতে পেয়েছেন। আর ‘লাভ বাইট’-র অর্থ কী, সেটা অন্যদের বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন মনোজিতের আইনজীবী।
মঙ্গলবার আদালতের বাইরে ‘কুখ্যাত’ মনোজিতের আইনজীবী বলেন, ‘এখনও পর্যন্ত আপনারা (সাংবাদিকদের উদ্দেশ্য করে) শুধু এক চোখে (কসবা ধর্ষণ কাণ্ড) দেখে এসেছেন। আপনারা দুটো চোখ খুলে দেখুন। আইনজীবী হতে হবে না। এফআইআরের কপি দেখলেই বোঝা যাবে, এটা একটা ষড়যন্ত্র। একে (মনোজিৎ) ফাঁসানো হয়েছে।’
সেইসঙ্গে মনোজিতের আইনজীবী বলেন, ‘প্রসিকিউশন এই খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গিয়েছে। প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার (মনোজিৎ) ঘাড়ে একটা লাভ বাইট পাওয়া গিয়েছে। যদি রেপ (ধর্ষণ) হয়, তাহলে কোনওদিন লাভ বাইট পাওয়া যায় না। আমি মক্কেলের সঙ্গে দেখা করে এসে সেটা বলছি।’

গত ২৫ জুন রাতে সাউথ ক্যালকাটা ল’ কলেজে এক ছাত্রীকে ধর্ষণেরই অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে মনোজিতের নাম উঠে আসে। সেইসময় ঘটনাস্থলে জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ও ছিল বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তারক্ষী-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও মনোজিতের আইনজীবী দাবি করেন, ‘এতদিন তো কেউ অভিযোগ করেননি। ওই ছাত্রী কী কী করেন, তা নিয়ে পরে তথ্যপ্রমাণ দেওয়া হবে।’
তারইমধ্যে মনোজিৎ, জইব এবং প্রমিতের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী আজ তাদের আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৮ জুলাই করে দেওয়া হয়েছে। আর নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।