বিগত দিনে জম্মু ও কাশ্মীর থেকে পঞ্জাব, রাজস্থান গুজরাট পর্যন্ত পাকিস্তানি ড্রোন হামলার খবর দেখেছে বাঙালি। তবে পাকিস্তানের সঙ্গে সেই সংঘাতের আঁচ দেশের পূর্ব প্রান্তে পড়েনি। তবে এরই মাঝে খবর আসে, পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা কলকাতা, ব্যারাকপুর, উত্তরবঙ্গে ঘুরে গিয়ছিলেন কয়েক মাস আগেই। এই আবহে শুরু হয় জল্পনা। আর সেই জল্পনার মাঝেই কলকাতার আকাশে দেখা গেল একাধিক ড্রোন।
রিপোর্ট অনুযায়ী, মধ্য ও দক্ষিণ কলকাতার ভবানীপুর, ময়দান, ইস্টার্ন কমান্ডের সদর দফতর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হেস্টিংস, রবীন্দ্র সদনের মতো নো ফ্লাই জোনে ড্রোন উড়তে দেখা গিয়েছিল। দাবি করা হচ্ছে, ১৯ মে রাত সাড়ে ৮টা নাগাদ প্রায় ৮ থেকে ১০টা সন্দেহজনক ড্রোন কলকাতার আকাশে দেখা গিয়েছিল। কলকাতার আকাশে বিভিন্ন জায়গায় নাকি ড্রোনগুলি দেখা গিয়েছেল প্রায় রাত ১০টা পর্যন্ত।

কলকাতা এই সব গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোন ওড়াতে হলে আগে থেকে পুলিশি অনুমতি নিতে হয়। তবে পুলিশ এই ধরনের কোনও অনুমতি দেয়নি। এই আবহে এই ড্রোনগুলি কোথা থেকে এসেছিল, তা সঠিক ভাবে জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এই সব রহস্যময়ী উড়োযানগুলি নিয়ে। তৎপর হয়েছে সেনাবাহিনীও।
প্রাথমিক ভাবে জানা যায়, মহেশতলা এলাকার দিক থেকে উড়ে এসেছিল ড্রোনগুলি। উড়ন্ত ড্রোনগুলি প্রথম নজরে পড়েছিল কলকাতা পুলিশের এক আধিকারিকের। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে, এরপর কয়েকটি ড্রোন পূর্ব কলকাতা এবং ২টি ড্রোন উত্তর কলকাতার দিকে চলে যায়।