লেক গার্ডেন্সের(Lake Gardens) গেস্ট হাউসে বান্ধবীকে নিশানা করে গুলি। জখম হয়েছেন ওই তরুণী। আর গুলিতে মৃত্য়ু হয়েছে যুবকের। আপাতত যাদবপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই আহত তরুণীকে। লেক থানা এলাকায় নিউ মেট্রো নামে ওই গেস্ট হাউস। সেখানে তারা মাঝেমধ্যেই আসতেন কি না সেটা দেখা হচ্ছে। সম্ভবত প্রণয়ঘটিত কারণেই তাদের নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছিল। বুধবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ গেস্ট হাউসের কেয়ারটেকার আচমকা গুলির আওয়াজ পান।
মনে করা হচ্ছে তরুণীকে গুলি করার পরে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। সূত্রের খবর, দুজনেরই বাড়ি বজবজে। মনে করা হচ্ছে প্রণয়ঘটিত জটিলতার জেরেই এই ভয়াবহ পরিণতি।
সূত্রের খবর, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখিয়েই তারা গেস্ট হাউসে ছিলেন। আর সেখানেই চলল গুলি। যুবক তার নিজের মাথায় গুলি করে বলে খবর।
গেস্ট হাউসের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। বান্ধবীর তলপেট লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে খবর। কিন্তু কেন তাকে গুলি করা হল? কী নিয়ে বচসা? তা জানা যায়নি। তবে সূত্রের খবর, সম্পর্কের পরিণতি নিয়ে তাদের মধ্য়ে ঝামেলা হচ্ছিল। তার থেকেই ঝামেলা হতে পারে।
গেস্ট হাউসের তিনতলার একটি ঘরে ছিলেন তারা। আর সেখানেই গুলি। পরপর গুলির আওয়াজ শুনতে পান গেস্ট হাউজের কর্মীরা। এদিকে রক্তাক্ত অবস্থায় গেস্ট হাউসের রিসেপশনে এসেছিলেন যুবতী। তার পেটে গুলি করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে। রক্তে ভেসে যাচ্ছিল গেস্ট হাউসের ঘর। সেখানেই পড়ে ছিলেন যুবক। তার মাথায় গুলি লাগে। সেখানেই মৃত্যু হয়। তাদের বয়স ২৭-৩০এর মধ্যে।