Kolkata phone mystery। বউকে ফোন গিফট করতেই আইনজীবীর দুয়ারে পুলিশ

Spread the love

বউকে ভালোবেসে ফোন উপহার দিয়েছিলেন সল্টলেকে এক আইনজীবী। আর সেই ফোনই এখন তাঁদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাজির হয়েছে গুজরাট পুলিশের দল। পুলিশের দাবি, আইনজীবীর স্ত্রী যে ফোন ব্যবহার করছেন, তা সাইবার অপরাধের কাজে লাগানো হত। যে বিষয়টির যৌথভাবে তদন্ত করছে গুজরাট পুলিশ এবং বউবাজার থানার একটি দল। 

কলকাতা পুলিশ সূত্রে খবর, গত ফেব্রুয়ারিতে মধ্য কলকাতার একটি দোকান থেকে ৪৯,০০০ টাকা দিয়ে ওই ফোনটি কেনেন আইনজীবী। তিনি জানিয়েছেন, যখন ফোন কিনেছিলেন, তখন পুরো সিল করা ছিল। নিয়েছিলেন জিএসটির বিলও। কেনার সময় দেখে মনেই হয়নি যে সেটা ‘সেকেন্ড হ্যান্ড’ ফোন। তাঁরা নতুন ফোনই কিনেছেন বলে জানতেন।কিন্তু ভুলটা ভেঙে যায় কয়েকদিন পরেই। আইনজীবী জানিয়েছেন, গুজরাট পুলিশের তরফে যোগাযোগ করে বলা হয় যে তাঁদের ফোনটা আদতে সাইবার অপরাধের জন্য ব্যবহার করা হত। আইএমইআই নম্বর মিলিয়ে দেখা হয়েছে। আর সেটা শুনে হতবাক হয়ে যান আইনজীবী দম্পতি। পুলিশকে জানানো হয় যে দোকান থেকে বৈধভাবেই তাঁরা ফোনটা কিনেছেন। 

সেই পরিস্থিতিতে মধ্য কলকাতার ওই দোকানের মালিকের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী। ইতিমধ্যে দোকানের মালিককে তলব করেছে পুলিশ। সেইসঙ্গে যে ডিস্ট্রিবিউটরের থেকে ফোন কিনেছিলেন ওই দোকানের মালিক, তাঁকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের বক্তব্য, আইনজীবীর সঙ্গে স্পষ্টতই জালিয়াতি করা হয়েছে।

ফোন কেনার সময় কোন কোন বিষয় দেখে নেবেন? প্রথমত, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএমইআই নম্বর দিয়ে ফোনের বিষয়ে তথ্য জেনে নিন। দ্বিতীয়ত, ভালোভাবে ফোনটা দেখে নিন। কোনওরকম ক্ষতি হয়েছে কিনা, তা দেখে নিন আগে। তৃতীয়ত, ফোনের যাবতীয় হার্ডওয়্যার খতিয়ে দেখে নিন। চতুর্থত, ব্যাটারির অবস্থা কেমন, সেটা ভালোভাবে দেখে নিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *