Local Train Accident Passenger Death। ভিড়ের চাপে লোকাল থেকে ছিটকে পড়লেন বহু! মৃত ৪

Spread the love

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের কাছে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সোমবার রেল আধিকারিকরা জানিয়েছেন, লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজন যাত্রীর। জানা গেছে, লোকাল ট্রেনটি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল। ঘটনাটি ঘটেছে মুম্ব্রা ও দিভা রেল স্টেশনের মাঝে।

দুর্ঘটনার সময় পুষ্পক এক্সপ্রেস ও কাসারা লোকাল পার হচ্ছিল। যদিও কোন ট্রেনের ধাক্কায় যাত্রীদের মৃত্যু হয়েছে, সেই বিষয় রেল সরকারি ভাবে কিছু জানায়নি এখনও। অতিরিক্ত ভিড়ের কারণে লোকজন বগি থেকে পড়ে গিয়েছিলেন বলে মনে করছেন কর্মকর্তারা। একই সঙ্গে অনেক যাত্রী দরজায় ঝুলে ঝুলে যাতায়াত করছিলেন বলেও জানানো হচ্ছে। এর জেরেই ভিড়ের চাপে কয়েকজন পড়ে গিয়েছিলেন ট্রেন থেকে।ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। চারজন নিহত ছাড়াও অনেকেই আহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই দুর্ঘটনার পরে রেল সিদ্ধান্ত নিয়েছে যে মুম্বই শহরতলির জন্য নির্মিত বাকি রেকটিতে স্বয়ংক্রিয় দরজা থাকবে। এছাড়াও রেললাইনের উপর চলমান রেকে পরিবর্তন আনা হবে এবং দরজা বন্ধের সুবিধা দেওয়া হবে।

এদিকে এই দুর্ঘটনার জেরে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। জিআরপির সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অর্চনা দুসানে জানিয়েছেন, তারা একটি সতর্কবার্তা পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নিল নীলা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা নাগাদ কাসারাগামী ট্রেনের গার্ড কন্ট্রোল রুমকে রেললাইনের পাশে আহত যাত্রীদের দেখতে পাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *