শনিবার এবং রবিবার শিয়ালদা শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। বাতিল করে দেওয়া হয়েছে শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-হাসনাবাদের মতো শাখায় লোকাল ট্রেন বাতিল থাকবে। সেইসঙ্গে দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। স্বল্প দূরত্বও অতিক্রম করবে দুটি লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পয়েন্টের পরিবর্তনের জন্য শনিবার রাত ১০ টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর ৫ টা ৫০ মিনিট পর্যন্ত শিয়ালদা ডিভিশনের দমদম জংশনের ডাউন মেন লাইনে ব্লক থাকবে। সেজন্য মোট ৩০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
শনিবার শিয়ালদা-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৩৮৬১
২) আপ ৩৩৮৬৩
৩) ডাউন ৩৩৮৫৮
৪) ডাউন ৩৩৮৬০
শনিবার শিয়ালদা-ডানকুনি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?
১) আপ ৩২২৪৭
২) আপ ৩২২৪৯
৩) ডাউন ৩২২৫০
৪) ডাউন ৩২২৫২

শনিবার শিয়ালদা-বারুইপাড়া শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩২৪১৩
২) ডাউন ৩২৪১৪
রবিবার শিয়ালদা-ডানকুনি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩২২১১
২) আপ ৩২২১৩
৩) আপ ৩২২১৫
৪) ডাউন ৩২২১২
৫) ডাউন ৩২২১৪
৬) আপ ৩২২১৬
রবিবার শিয়ালদা-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?
১) আপ ৩৩৮১১
২) আপ ৩৩৮১৩
৩) ডাউন ৩৩৮১৬
৪) ডাউন ৩৩৮২২
রবিবার শিয়ালদা শাখায় আর কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) শিয়ালদা-হাসনবাদ লোকাল: আপ ৩৩৫১১ এবং ডাউন ৩৩৫১২।
২) শিয়ালদা-বারাসত লোকাল: আপ ৩৩৪৩১।
৩) শিয়ালদা-নৈহাটি লোকাল: আপ ৩১৪১১ এবং ডাউন ৩১৪১২।
৪) শিয়ালদা-হাবরা লোকাল: আপ ৩৩৬৫১ এবং ডাউন ৩৩৬৫২।
৫) শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল: আপ ৩১৩১১ এবং ডাউন ৩১৩১২।
৬) শিয়ালদা-দত্তপুকুর লোকাল: ডাউন ৩৩৬১২।
দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কী কী পরিবর্তন করা হয়েছে?
১) ২২২০২ ডাউন পুরী-শিয়ালদা এক্সপ্রেস: ২১ জুন পুরী থেকে যে দুরন্ত এক্সপ্রেস ছাড়ার কথা আছে, তা নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে ছাড়বে। সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে পুরী থেকে ছাড়ার কথা ছিল দুরন্ত এক্সপ্রেসের। এখন সেটি ছাড়বে রাত ১০ টা ১৫ মিনিটে।
২) ১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস: শনিবার বামনহাট থেকে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়বে, সেটি ডানকুনি-শিয়ালদা দিয়ে আসবে না। বরং নৈহাটি-শিয়ালদা দিয়ে ঘুরে আসবে। দাঁড়াবে বেলঘরিয়া স্টেশনে।
৩) ডাউন ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল: ২১ জুন যে ট্রেন হলদিবাড়ি থেকে ছাড়বে, তা ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।