মে থাকতে-থাকতেই নয়া মাসের এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করা হল। বিভিন্ন তেল ও গ্যাস সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৫.৫ টাকা কমানো হয়েছে। অর্থাৎ ১ জুন থেকে সস্তায় মিলবে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। যা বিভিন্ন রেস্তোরাঁ, হোটেলের মতো জায়গায় রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে।
দেশের বিভিন্ন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে? ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, দিল্লিতে প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১,৭২৩.৫ টাকা। কলকাতায় সেই সিলিন্ডার কিনতে ১,৮২৬ টাকা খরচ হবে। মুম্বই এবং চেন্নাইয়ে খরচ পড়বে যথাক্রমে ১,৬৭৪.৫ টাকা এবং ১,৮৮১ টাকা।যদিও মে মাসের ট্রেন্ড বজায় রেখে এবারও ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনওরকম হেরফের করা হয়নি। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, জুনে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৮৭৯ টাকা। দিল্লিতে সেই সিলিন্ডার কিনতে ৮৫৩ টাকা খরচ হবে। মুম্বইয়ে খরচ হবে ৮৫২.৫ টাকা। আর চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম ৮৬৮.৫ টাকা পড়ছে।

আসলে এপ্রিলের শুরুতেই দেশে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তবে এপ্রিল চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে কলকাতায় প্রতিটি ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিনতে যেখানে ৮২৯ টাকা খরচ পড়ছিল, সেটা একলপ্তে বেড়ে ৮৭৯ টাকায় পৌঁছে গিয়েছিল।তবে মে’র শুরুতে আবার ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও হেরফের করা হয়নি। মাসের মাঝামাঝি সময়ও অপরিবর্তিত রাখা হয় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। মাসের পয়লা দিন থেকে অবশ্য ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। জুনেও সেই ধারা বজায় রাখা হল।