Lucknow Plane Landing Technical Snag Details। লখনউতে অবতরণের সময় বিমানে ধোঁয়া

Spread the love

আমদাবাদের আতঙ্ক ফিরল লখনউতে। সম্প্রতি আমদাবাদের দুর্ঘটনাটি ঘটেছিল টেকঅফের সময়। আর আজ সকালে লখনউতে বিমান অবতরণের সময় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অল্পের জন্য। তবে পাইলটের তৎপরতায় শেষ পর্যন্ত বিমানটি অক্ষত অবস্থায় থামে। বিমানে থাকা সকল যাত্রী সুরক্ষিত ভাবেই বেরিয়েছেন বলে জানা যায়।রিপোর্ট অনুযায়ী, আজ সকাল ৬টার সময় সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৩১১২ অবতরণ করে লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই বিমানে ছিলেন ২৫০ জন হজযাত্রী। এই বিমানটি শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা থেকে রওনা দিয়েছিল। বিমানে থাকা ২৫০ জন যাত্রীই অক্ষত অবস্থায় নেমে আসেন শেষ পর্যন্ত।

তবে কী হয়েছিল? জানা গিয়েছে, এয়ারবাস এ৩৩০-৩৪৩ বিমানটি অবতরণের সময়ই বাঁ দিকের চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এমনকী আগুনের স্ফুলিঙ্গও বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পাইলট বিপদের সংকেত পাঠান কন্ট্রোল রুমে। এদিকে বিমানটিকেও রানওয়েতে না দাঁড় করিয়ে সেটিকে ট্যাক্সিওয়েতে নিয়ে যান পাইলট।ফোম ও জল ব্যবহার করে ২০ মিনিটের মধ্যেই বিমানের সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর একে একে বিমান থেকে নামিয়ে আনা হয় সমস্ত যাত্রী ও কর্মীদের। মনে করা হচ্ছে, বিমানের হুইল অ্যাসেম্বলিতে আচমকা হাইড্রলিক তরল লিক করার জেরে সেখানে অতিরিক্ত ঘর্ষণ হয়েছিল। আর তাই বেশি তাপের জেরে আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল সেই জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *