Made in India Phones in USA। মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ ফোন এখন ভারতে তৈরি হয়

Spread the love

অ্যাপল সম্প্রতি আইফোন অ্যাসেম্বল করার অনেকটা কাজ চিন থেকে সরিয়ে ভারতে নিয়ে এসেছে। এই আবহে এবার ভারত থেকে যাওয়া ফোনই সর্বোচ্চ সংখ্যায় বিক্রি হচ্ছে মার্কিন মুলুকে। এর আগে চিন থেকে যাওয়া ফোন সবচেয়ে বেশি বিক্রি হত আমেরিকায়। তবে চিনকে হারিয়ে দিয়েছে ভারত। এমনই দাবি করা হল এনডিটিভি প্রফিটের রিপোর্টে।আমেরিকায় যাওয়া স্মার্টফোনের ৪৪ শতাশই এখন ভারত থেকে যাচ্ছে। জুনের কোয়ার্টারের তথ্য অনুযায়ী, এই তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে আছে ভিয়েতনাম। স্যামসাঙের ফোন উৎপাদনের সিংহভাগ হয় ভিয়েতনামে। আর এখন আমেরিকায় যাওয়া ফোনের মাত্র ২৫ শতাংশ চিনের। একবছর আগেও এই সংখ্যাটা ছিল ৬০ শতাংশ।রিপোর্টে দাবি করা হয়েছে, আমেরিকায় মেড-ইন-ইন্ডিয়া ফোনের বিক্রি গত এক ত্রৈমাসিকে তিনগুণ বেড়েছে। এদিকে সব মিলিয়ে আমেরিকায় অ্যাপলের আমদানি কমেছে ১১ শতাংশ। কারণ শুল্কের ভয়ে বছরের শুরুতে অনেকটা বেশই ফোন আমেরিকায় আমদানি করেছিল অ্যাপল। তাই এখন সেই তুলনায় কম সংখ্যক ফোন আমেরিকায় আমদানি করছে অ্যাপল।

এর আগে অ্যাপলকে ‘সতর্ক’ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি ভারত বা ‘অন্য কোথাও’ আইফোন বানানো হয়, তাহলে আমেরিকায় সেই মোবাইলের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সেই সতর্কবাণীর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প জানিয়েছিলেন, শুল্ক সংক্রান্ত নীতি শুধুমাত্র অ্যাপলের জন্য প্রযোজ্য হবে না, স্যামসাং এবং যারাই আমেরিকায় মোবাইল তৈরি করবে না, তাদের পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হবে।

এমনিতে চিনের সঙ্গে আমেরিকার শুল্কযুদ্ধ এবং জোগান সংক্রান্ত বিষয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার জেরে ভারতে আইফোন তৈরির বিকল্প জায়গা হিসেবে গড়ে তুলতে চাইছিল অ্যাপল। তবে ট্রাম্পের ভারতে আপত্তি আছে। সাম্প্রতিক সময়ে বারবার ট্রাম্পের ‘ভারত বিরোধী’ অবস্থান সামনে এসেছে। ভারত-পাক সংঘাত থেকে শুরু করে বাণিজ্য ক্ষেত্রে ট্রাম্প ভারত বিরোধী বেশ কিছু মন্তব্য করেছেন। তবে তার মাঝেও এখন আমেরিকায় বিক্রি হওয়া সর্বোচ্চ সংখ্যক ফোনের উৎপাদন হচ্ছে ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *