সংসদে চোখ লেগে গেল মহুয়া-সায়নীর! ভাইরাল ছবি

Spread the love

এবারের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন জুন মালিয়া(June Malia), সায়নী ঘোষ(Saayoni Ghosh), মহুয়া মৈত্র(Mohua Maitra)। কিন্তু একি! তাঁরা সংসদে গিয়ে কেউ ঘুমে কাদা হয়ে গেলেন, কেউ আবার ঢুলুঢুলু চোখে তাকিয়ে! ছবি ভাইরাল হতেই হেসে গড়াগড়ি খাচ্ছে নেট নাগরিকরা।

ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে চলছে মিমের বন্যা। কেউ লিখেছেন, ‘টিফিনের পর যখন টিচার লেকচার দেন আমার অবস্থা।’ কেউ আবার লেখেন, ‘টিচার যখন কন্টিনিয়াম থিওরি পড়ান তখন আমি এবং আমার ব্যাক বেঞ্চের বন্ধুরা।’ তৃতীয়জন আবার মজা করে লেখেন, ‘দুই পাশে কৃষ্ণনগর আর যাদবপুর ঘুমিয়ে, মাঝে জেগে মেদিনীপুর।’

ভাইরাল জুন, সায়নী, মহুয়ার সংসদের ছবি

এদিন দুপুরে আচমকাই ভাইরাল হয়ে যায় সংসদের অধিবেশনের একটি ছবি। সেখানে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে মহুয়া মৈত্র, জুন মালিয়া এবং সায়নী ঘোষকে। কিন্তু এঁদের তিনজনের মধ্যেই দুজন ঘুমিয়ে কাদা। মাঝে একা জুন মালিয়া ঢুলুঢুলু চোখে তাকিয়ে আছেন। দুই পাশে অঘোরে ঘুমাচ্ছেন মহুয়া মৈত্র এবং সায়নী ঘোষ। আর সেটা দেখেই মজা পেয়েছেন বিরোধী এবং নেট নাগরিকরা।

প্রসঙ্গত এবার যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সায়নী ঘোষ। অন্যদিকে মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ী হন জুন মালিয়া। এবং কৃষ্ণনগরে জোর টক্কর চলার পর শেষ হাসি হাসেন মহুয়া মৈত্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *