MS Dhoni on Virat Kohli। বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি

Spread the love

ভারতীয় দলের সর্বকালের দুই অন্যতম সেরা ক্রিকেটারের নামই মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। অতীতে কপিল দেব, সচিন তেন্ডুলকরদের সঙ্গেই বর্তমান ক্রিকেটের দুই আইকন ভারতীয়দের মধ্যে জনপ্রিয়তার নিরিখে সবার ওপরের দিকেই থাকে। দুই প্রাক্তন অধিনায়ক ভারতকে দিয়েছেন অনেক সাফল্য। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত জিতেছে জোড়া বিশ্বকাপ, এছাড়াও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তেমনই বিরাট কোহলি ব্য়াট হাতে গড়েছেন একদিনের ফরম্যাটে সর্বোচ্চ শতরানের নজির। গত বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি। ধোনির অধিনায়কত্বের সময়ই নিজেকে সবথেকে বেশি মেলে ধরেছিলেন বিরাট। তাই দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে, এবার তাঁদের কেমিস্ট্রির কথা জানালেন এমএস ধোনি(Ms Dhoni)।

বিরাট কোহলি(Virat Kohli) এবং মহেন্দ্র সিং ধোনি(Ms Dhoni), দুই ক্রিকেটারেরই বড় অবদান রয়েছে ভারতের হয়ে বিশ্বকাপ জেতানোর বিষয়। ২০১১ ওডিআই বিশ্বকাপ ফাইনালে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, তেমনই চলতি বছরে টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতকে চ্যাম্পিয়ন করে ম্যাচের সেরা হন বিরাট কোহলি। কেরিয়ারে প্রায় সব ট্রফিই জেতা হয়ে গেছে এই দুই তারকার। চলতি বছরের আইপিএল কোহলির জন্য অনবদ্য গেলেও, মাহির জন্য তেমন ভালো যায়নি, এরই মধ্যে বিরাটের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমএসডি।

Bengaluru: Chennai Super Kings player MS Dhoni and Royal Challengers Bengaluru batter Virat Kohli during the Indian Premier League (IPL) 2024 cricket match between Royal Challengers Bengaluru and Chennai Super Kings, at M Chinnaswamy Stadium in Bengaluru, Saturday, May 18, 2024. (PTI Photo/Shailendra Bhojak)(PTI05_18_2024_000365A)

হাঁটুর অস্ত্রোপচারের পর থেকেই এখনও পর্যন্ত ফুল ফিট হতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। আগামী  আইপিএলে তিনি খেলবেন কিনা এখনও সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক। ২০২৪ আইপিএলের আগে নিলামের নিয়ম দেখেই তিনি সিদ্ধান্ত নিতে পারেন বলে সূত্রের খবর। 

মহেন্দ্র সিং ধোনি বলছেন, ‘ আমরা অনেক দিন ধরে সতীর্থ, একসঙ্গে ভারতীয় দলে খেলেছি। বিশ্ব ক্রিকেটের নিরিখে বিরাট কোহলি অন্যতম সেরা ক্রিকেটার। ওর সঙ্গে ব্যাট করতে আমার খুব ভালো লাগত। কারণ আমরা অনেক ২রান, ৩রান নিতাম দৌড়ে, যেটা আমি ব্যক্তিগতভাবে বেশ উপভোগ করতাম। আমাদের যে খুব দেখা সাক্ষাৎ হয় সেটা নয়, কিন্তু যখন হয় তখনই চেষ্টা করি আলাদা করে সাইডে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে। কাজ কেমন চলছে, এসব নিয়েই আলোচনা হয়, আমাদের সম্পর্ক এমনই। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *