বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচিত সরকার চাইছে সেই দেশে। এদিকে সংস্কারের নামে কুর্সি আগলে বসে আছেন মহম্মদ ইউনুস। এরই মাঝে তাঁর পদত্যাগ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে সেই দেশে। ইউনুসের সংঘাত সোজাসুজি সেনা প্রধানের সঙ্গে। এরই মাঝে কুর্সি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলাকে কাজে লাগাতে চাইছেন ইউনুস। বাংলাদেশি মানুষের মন জয় করতে তিনি নতুন প্রকল্পের ঘোষণা করলেন।
এপার বাংলায় বেশ জনপ্রিয় হয়েছে ‘দুয়ারে সরকার’। আর এবার বাংলাদেশেও ‘দুয়ারে সরকারের’ ধাঁচে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ কর্মসূচি শুরু করল মহম্মদ ইউনুসের সরকার। এই নিয়ে প্রধান উপদেষ্টার দফতরের তরফ থেকে বলা হয়েছে, ‘সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ।’
‘নাগরিক সেবা বাংলাদেশ’ নিয়ে প্রধান উপদেষ্টার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই কার্যক্রমের পাইলট প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস। প্রশিক্ষিত নাগরিক সেবা উদ্যোক্তগণ এই সেবাগুলো নাগরিক সেবা কেন্দ্র থেকে সাধারণ নাগরিকদের প্রদান করবেন।’

প্রধান উপদেষ্টার এক্স পোস্টে আরও বলা হয়েছে, ‘পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান, উত্তরা ও নীলক্ষেত এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরমধ্যে গুলশান ও উত্তরার কেন্দ্র ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং স্বল্প সময়ের মধ্যে নীলক্ষেত কেন্দ্রও কার্যক্রম শুরু করবে।’
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে তৈরি এই সেবার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে, নানাবিধ হয়রানি রোধে ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে।’