এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস নিজেই বলেছিলেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বর্তমানে বাংলাদেশে সচেয়ে শক্তিশালী দল বিএনপি অবশ্য চায়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সুনিশ্চিত করা হোক। এই নিয়ে নির্দিষ্ট দিকনির্দেশনা চেয়ে প্রধান উপদেষ্টার ওপর চাপও সৃষ্টি করেছে তারা। এরই মাঝে এবার বিস্ফোরক দাবি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারির।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি দাবি করলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। তাঁর কথায়, বর্তমান সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদীব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থায় বদল আনা মানেই ক্ষমতায় পরিবর্তন নয়।’পূর্বতন আওয়ামি লিগ সরকারের প্রসঙ্গ টেনে এই এনসিপি নেতা বলেন, ‘একই ব্যক্তি দলের প্রধান, রাষ্ট্রের প্রধান, সংসদপ্রধান হওয়ায় ফলে দেশ একটি পরিবার নির্ভর হয়ে যায়।’ এরপর নাম না নিয়ে বিএনপিকে নিশানা করে নাসিরুদ্দিন বলেন, ‘দেশে এই ধারা অব্যাহত রাখার জন্য গণ-অভ্যুত্থান হয়নি। গণ-অভ্যুত্থান হয়েছে একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য।’

এরপর এনসিপি নেতা বলেন, ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পরিবর্তন চলছে। বাংলাদেশে আর কোনো ব্যক্তিতান্ত্রিক রাজনীতি চলতে দেওয়া যাবে না। স্থায়ী সুষ্ঠু নির্বাচনব্যবস্থা প্রত্যাশা করে এনসিপি। কিন্তু তা না করে নামমাত্র নির্বাচন করলে সেটি আগামী প্রজন্মের সঙ্গে গাদ্দারি করা হবে।’ এদিকে তাঁর আরও অভিযোগ, বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিকরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবেন না।
নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন, ‘পুরো কমিশন পরিবর্তন করতে হবে। সংস্কার না করে নির্বাচন করতে গেলে দেশ গভীর সংকটে পড়বে। কিন্তু তরুণ প্রজন্ম সেটা হতে দেবে না।’ এরপর বিএনপিকে তোপ দেগে নাসিরুদ্দিন বলেন, ‘ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছেন, তারা দেশকে অস্থিতিশীল করছেন। এ ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না।’ উল্লেখ্য, সম্প্রতিক সময়ে এসিপিকে ‘পোলাপানদের দল’ (বাচ্চাদের দল) বলে সম্বোধন করে কটাক্ষ করছে বিএনপি। সেই পোলাপানদের দলের এখন অভিযোগ, বিএনপি নাকি বাংলাদশকে অস্থিতিশীল করে তুলতে চায়।