NEET-UG 2025 Result Toppers List। NEET পরীক্ষার রেজাল্ট ঘোষণা! প্রথম দশে নেই বাংলার কেউ

Spread the love

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) ফলাফল প্রকাশিত হল। শনিবার দুপুরে পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে বলা হয়েছে, ‘এখন নিট পরীক্ষার রেজাল্ট দেখা যাচ্ছে। নিজেদের স্কোরকার্ডের জন্য প্রার্থীদের ইমেল আইডি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে লগইন সংক্রান্ত তথ্য দিয়ে তাঁরা neet.nta.nic.in থেকে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন।’ পাশাপাশি স্নাতক স্তরে মেডিক্যাল কলেজে ভরতি হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, তার মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। আর প্রথম দশের মধ্যে পশ্চিমবঙ্গের কোনও প্রার্থী জায়গা করে নিতে পারেননি। সবথেকে বেশি তিনজন আছেন দিল্লির। মহারাষ্ট্র এবং গুজরাটের দু’জন করে পড়ুয়া প্রথম দশে জায়গা করে নিয়েছেন। তাছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পঞ্জাবের একজন করে পড়ুয়া প্রথম দশে ঠাঁই পেয়েছেন।

NEET পরীক্ষায় কে প্রথম হলেন?

রাজস্থানের পড়ুয়া মহেশ কুমার এবার নিটে প্রথম হয়েছে। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯৯৫৪৭। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দিল্লির অভিকা আগরওয়াল। সার্বিকভাবে মেধাতালিকায় তিনি পাঁচ নম্বরে আছে। প্রথম দশের মধ্যেই অভিকাই একমাত্র মেয়ে। বাকি নয়জনই ছেলে। মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছেন দিল্লির আশি সিং। সার্বিকভাবে তাঁর র‍্যাঙ্ক হল ১২।

কীভাবে অনলাইনে NEET-র রেজাল্ট দেখতে হবে?

১) আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট https://neet.nta.nic.in/-তে যেতে হবে।

২) সেখানে ‘NEET(UG)-2025 Result’ এবং ‘NEET(UG)-2025 Result (Alternate Link)’ আছে। যে কোনও একটি লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) যে নতুন পেজ খুলে যাবে, সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ‘লগইন’-এ ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিনে স্কোরকার্ড দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে পারবেন।

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার রেজাল্টের ডিরেক্ট লিঙ্ক

১) NEET-র রেজাল্ট দেখার প্রথম ডিরেক্ট লিঙ্ক – ক্লিক করুন এখানে

২) NEET-র রেজাল্ট দেখার দ্বিতীয় ডিরেক্ট লিঙ্ক – ক্লিক করুন এখানে

নিট পরীক্ষায় টপারদের তালিকা

১) প্রথম: মহেশ কুমার, রাজস্থান।

২) দ্বিতীয়: উৎকর্ষ আওধিয়া, মধ্যপ্রদেশ।

৩) তৃতীয়: কৃষাঙ্গ জোশী, মহারাষ্ট্র।

৪) চতুর্থ: মৃণাল কিশোর ঝা, দিল্লি।

৫) পঞ্চম: অভিকা আগরওয়াল, দিল্লি।

৬) ষষ্ঠ: জেনিল বিনোদভাই ভায়ানিস, গুজরাট।

৭) সপ্তম: কেশব মিত্তল, পঞ্জাব।

৮) অষ্টম: চিরাগ ঝা, গুজরাট।

৯) নবম: হর্ষ কেদাওয়াত, দিল্লি।

১০) দশম: আরব আগরওয়াল, মহারাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *