পা নেই তো কি আছে?ইচ্ছাশক্তি তো আছে..রইল ভিডিও

Spread the love

পা নেই তো কি আছে?ইচ্ছাশক্তি তো আছে। আর এই ইচ্ছাশক্তি আর পাঁচজনের থেকে আলাদা।কৃত্রিম পা নিয়ে সলো ট্রাভেল করেন নেহা(Neha Bhatt)।শুধু কি তাই, তিনি এক পা দিয়ে সাঁতারও কাটেন,আর এইভাবেই আমাদের দেশের হয়ে মেডেল আনবেন এই যুবতী।

মাত্র ৩০ বছর বয়সে মর্মান্তিক দুর্ঘটনায় একটি পা বাদ গেছে তার।নেহার জীবনী শুনলে চোখে জল আসবে আপনার।দিনমজুরের মেয়ে নেহা ভাট(Neha Bhatt)।ছোট থেকে অভাবে মানুষ। গুজরাটের একটি ছোট্ট গ্রামে তার বড় হওয়া।পড়াশোনা করেন সেই গ্রাম থেকেই। কিন্তু সেখানে অর্থ উপার্জনের জন্য সেরকম কোনও সুযোগ ছিল না।এদিকে বাবার পাশে না দাঁড়ালে ভাই, বোনদের পড়াশোনা চালাতে পারতো না।সংসারে অভাব থাকার দরুণ অল্প বয়সে আহমেদাবাদে চলে আসেন নেহা।সেখানে নানা ধরনের কাজ করার পর এক বেসরকারি স্কুলে শিক্ষিকার চাকরি পান নেহা।এই খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়ে নেহার পরিবার।প্রত্যেক মাসে নেহা নিজের বাড়িতে সংসার চালাতে টাকা পাঠাতেন।

https://www.facebook.com/share/v/1Car2Y1g9T

এরপর ২০২১ সালে লকডাউনের কারণে নেহা বাসে চড়ে বাড়ির দিকে ফিরছিলেন, এমন সময় একটি ট্টাক ও তার বাসের মুখোমুখি সংঘর্ষে নেহা গুরুতর আহত হোন।তার বাম পাশ ক্ষত বিক্ষত হয়ে যায়,স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।বেশ অনেক ঘন্টা পরে বাড়ির লোক খবর পেয়ে হাসপাতালে পৌঁছায়।চিকিৎসকরা জানায়,নেহার বাম পা ক্ষত বিক্ষত হওয়ার কারণে ইনফেকশন হয়ে গেছে,পা কাটতে হবে।বেঁচে থাকার চান্স মাত্র ২০ শতাংশ। এরপর পরিবারের কথায় বাম পা কাটে ডাক্তাররা,আর মুখে ২৫ টি সেলাই পড়ে।এরপর নেহা কোমায় চলে যায়, দুর্ঘটনা ঘটার ৪০ দিন পর জানতে পারে তার পা বাদ গেছে। ভেঙে পড়েন তিনি।

এরপর থেকে শুরু হয় আসল লড়াই। কৃত্রিম পা নিয়ে সংসার চালানোর জন্য চায়ের দোকান খোলেন নেহা।যার নাম দেন আম্পু টি স্টল(Ampu Tea Stall)।বেশ ভালোই চলছিল। এরপর হঠাৎ একদিন তার দোকানটি ভেঙে দেয় প্রশাসন।যার কারণে আবারও কর্মহীন হয়ে পড়েন নেহা।

নেহা ঠিক করেন জীবনে কিছু করে দেখাবেন, ফলে কৃত্রিম পা নিয়ে একাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি।ইতিমধ্যে নানা রাজ্য যেমন উজ্জয়িনী,প্রয়াগরাজ সমস্ত জায়গায় যান,আর সেই সব ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।পাশাপাশি তিনি এখন সাঁতারে ভর্তি হয়েছেন।তার লক্ষ্য প্যারাঅলিম্পিকে মেডেল জয় করার।এক পা না থেকেও তিনি সাঁতার কাটছেন,সলো ট্রাভেল করছেন যা সত্যি আর পাঁচজন সুস্থ মানুষকে উৎসাহ জোগাচ্ছেন।তার এই সাহসিকতাকে কুর্নিশ জানাই। নেহা আমাদের দেশের মুখ উজ্জ্বল করুক এই কামনাই রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *