New Four Amrit Bharat Trains।  আসছে ৪ নয়া অমৃত ভারত ট্রেন! ছুটবে কোন রুটে? 

Spread the love

ইতিমধ্যেই ভারতীয় রেলের স্পিডস্টার ‘বন্দে ভারত’ গতির দিক থেকে তাক লাগিয়ে দিয়েছে। দেশের নানান রুটে এই মুহূর্তে ছুটে যাচ্ছে এই ট্রেন। এবার খবর ‘অমৃত ভারত’ ট্রেনকে নিয়ে। সদ্য রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, এবার নয়া ৪ ‘অমৃত ভারত’ ‘ট্রেন আসছে। কোন কোন রুটে তা ছুটবে? বাংলার জন্য কি রয়েছে কোনও সুখবর? দেখে নেওয়া যাক। 

অমৃত ভারত ট্রেনের রুট- রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, যে চার অমৃত ভারত ট্রেন আসতে চলেছে, সেগুলি ছুটবে বিহারের ওপর দিয়ে। এর মধ্যে একটি ট্রেনের রুট, দারভাঙ- লখনউ, যা সপ্তাহে একবার চলবে বলে তিনি জানান। এছাড়াও রয়েছে পাটনা থেকে দিল্লি রুটে একটি অমৃত-ভারত ট্রেন, যা প্রতিদিন চলাচল করবে।

বাংলার কোন প্রান্ত পাবে অমৃত ভারত- রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর ঘোষণা অনুসারে, মালদা থেকে লখনউ পর্যন্ত রুটে ছুটবে একটি অমৃত ভারত ট্রেন। যা বিহারের একটি অংশ ও উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের কিছু এলাকার ওপর দিয়ে যাবে। এছাড়াও উত্তর বিহার হয়ে সাহারসা থেকে অমৃতসর পর্যন্ত ছুটবে একটি অমৃত ভারত।উল্লেখ্য, সামনেই বিহারে ভোট। তার আগেই বিধানসভা ভোটমুখী বিহারের জন্য এই ৪ বিশেষ ট্রেন ঘোষণা করেছে রেল। সদ্য কর্পুরি ঠাকুরের নামে নামাঙ্কিত রেল স্টেশন বিহারের কর্পুরি গ্রাম রেলস্টেশনে সফর করেন রেলমন্ত্রী। তখনই তিনি এই ৪ বিশেষ অমৃত ভারত ট্রেনের ঘোষণা করেন। তিনি পাটনার দিঘা ব্রিজ হল্ট পরিদর্শন করেন। খোঁজ নেন যাত্রী সুবিধার, সেখানে আলো ও নিরাপত্তার দিকটিরও খোঁজ নেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন,’ পর্যবেক্ষণের সময় সংশ্লিষ্ট রেল অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে যাতে, যাত্রীদের নিরাপদ ও আধুনিক রেলের অভিজ্ঞতা দেওয়া যায়, সেটিই আমাদের অগ্রাধিকার।’ তিনি জানান, কর্পুরিগ্রাম স্টেশনের আধুনিকীকরণে রেল ৩.৩০ কোটি টাকা খরচ করছে। তার আওতায় থাকবে স্টেশনের ভবনের উন্নয়ন। আধুনিক, ওয়েটিং রুম, আধুনিক শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা থাকর মধ্যে থাকবে। সঙ্গে ডিজিটাল ইনফরমেশন সিস্টেমও থাকছে।এছাড়াও একটি রেল সাবওয়েরও শিলান্যাস করেন রেলমন্ত্রী। যে রেলসাবওয়ে তৈরিতে ১৪ কোটি টাকা হয়েছে খরচ। এই সাবওয়ে রাস্তা চলচি গাড়ির ট্রাফিক যেমন কমাবে, তেমনই রেল চলাচলে সুবিধা দেবে বলে জানান বৈষ্ণো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *