পাকিস্তানের ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলার জন্য ভারতকে দায়ী করে পাক সেনা বিবৃতি প্রকাশ করে। পাকিস্তানের সেই দাবি পত্রপাঠ প্রত্যাখ্যান করল ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের এই বক্তব্যকে ঘৃণামূলক ভাষণ বলে বর্ণনা করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এই নিয়ে ভারত বলে, ‘আমরা পাকিস্তান সেনাবাহিনীর একটি আনুষ্ঠানিক বিবৃতি দেখেছি। সেখানে ২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতকে দায়ী করা হয়েছে। আমরা এই বিবৃতিটি প্রাপ্য নিন্দার সাথে প্রত্যাখ্যান করছি।’
উল্লেখ্য, শনিবার উত্তর ওয়াজিরিস্তানের একটি গ্রামে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা জওয়ান নিহত হন। এর পাশাপাশি নারী ও শিশুসহ স্থানীয় আরও অনেতে আহত হয়েছে সেই বিস্ফোরণে। সেনা জওয়ানদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওই এলাকায় কার্ফু জারি ছিল শনিবার। তবে সেই অবস্থাতেও এই হামলার ঘটনা ঘটে।
এই বিস্ফোরণে ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, যার ফলে আশেপাশের অনেক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাকিস্তানি তালিবানের (টিটিপি) সঙ্গে যুক্ত সন্ত্রাসী সংগঠন হাফিজ গুল বাহাদুর গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সেনাবাহিনী তাদের বিবৃতিতে হামলার পরিকল্পনার জন্য ভারতকে অভিযুক্ত করলেও কোনও দৃঢ় প্রমাণ তারা উপস্থাপন করেনি।এরপর ভারত এই ভিত্তিহীন অভিযোগকে লজ্জাজনক বলে প্রত্যাখ্যান করেছে। মুনিরের বাহিনীর উদ্দেশে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বারবার ভারতকে দোষারোপ না করে পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডের মধ্যে থাকা সন্ত্রাসবাদী নেটওয়ার্ক এবং চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

প্রসঙ্গত, ওয়াজিরিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশকে বেশ কয়েকটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। আফগানিস্তানের বিরুদ্ধে এসব গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে পাকিস্তান। হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীকে পাকিস্তানের টিটিপির চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। এরা ক্রমাগত নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানে।