পহেলগাঁওতে জঙ্গি হামলার পরই ভারতীয় সেনা তার ‘অপারেশন সিঁদুর’র হাত ধরে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরের অন্দরেও ভারত পাকিস্তানি মদতে তৈরি হওয়া জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করে। এবার সেই পিওকের বুকেই পাকিস্তানের নয়া তৎপরতা শুরু। ‘এনডিটিভি’র রিপোর্ট বলছে, অপারেশন সিঁদুর যে সমস্ত জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয় দিয়েছিল সেগুলিকে ফের তৈরি করছে পাকিস্তান।
গোয়েন্দা সূত্র উল্লেখ করে এনডিটিভির রিপোর্ট বলছে, পাকিস্তানে সেনা, গোয়েন্দা সংস্থআ আইএসআই, বর্তমান সরকারের মদতে ওই জঙ্গি শিবিরগুলি ফের নির্মাণ হওয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বুকে সীমান্ত বরাবর হাইটেক জঙ্গিঘাঁটি তৈরি করছে পাকিস্তান। উচ্চ প্রযুক্তিযুক্ত এই জঙ্গি শিবিরগুলি তৈরি হচ্ছে জঙ্গলাকীর্ণ জায়গায়। রিপোর্ট বলছে, গোয়েন্দাসূত্রের খবর, যাতে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ানো যায়, তার জন্যই জঙ্গলাকীর্ণ জায়গায় পাকিস্তান এই জঙ্গি ঘাঁটি তৈরি করছে।
জানা যাচ্ছে এই উচ্চ প্রযপক্তিযুক্ত জঙ্গি ঘাঁটিগুলি যাতে স্যাটেলাইটের ছবি বা ব়্যাডারে ধরা না পড়ে তার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির ঘেরাটোপ রাখা হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা যে সমস্ত জায়গায় পাকিস্তানি জঙ্গি ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে, সেখানেই তৈরি হচ্ছে এই ঘাঁটি, যেমন, লুনি, পোতওয়াল, টিপু পোস্ট, জামিল পোস্ট, চাপরার ফরোয়ার্ড, ছোটা চক, উমরানওয়ালি, জাংলোরাতে তৈরি হচ্ছে জঙ্গি শিবির। রিপোর্টে বলা হয়েছে, নতুন করে জঙ্গি শিবির তৈরি হচ্ছে পাকিস্তানের কেল, সরদি, নিকাইল, চমনকোট, কোটলি, কাহুতি, লিপা, আথমুকাম, জুরার মতো বহু এলাকায়। এই সমস্ত জায়গা খুুবই চ্যালেঞ্জিং ভূভাগে রয়েছে। সঙ্গে এলাকা জুড়ে রয়েছে বহু ফসলি এলাকা।

রিপোর্ট বলছে, জঙ্গি শিবিরগুলিকে এবার ছোট ছোট ভাগ করে নিতে উদ্যোগ নিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এখন সেখানের প্রতিটি ক্যাম্পে ২০০র কম জঙ্গি রাখা হচ্ছে। এই ছোট ক্যাম্পগুলির নিরাপত্তায় বিশেষভাবে প্রশিক্ষিত পাকিস্তানি সেনাকে মোতায়েন করা হচ্ছে। সঙ্গে থাকছে অ্যান্টি ড্রোন সিস্টেম, নজরদারির প্রযুক্তি, থার্মাল সেন্সার।