Pakistan Rahim Yar Khan Airbase Update। এখনও ‘ICU’-তে পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানঘাঁটি

Spread the love

পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানঘাঁটিতে ফের একবার নোটাম জারি করা হল। আগামী ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এই বিমানঘাঁটি। মে মাসে অপারেশন সিঁদুরের সময়, ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলি রহিম ইয়ার খান বিমানঘাঁটিকেও লক্ষ্য করেছিল। এর জেরে ধ্বংস হয়েছিল পাকিস্তানের এই ঘাঁটি। তারপর থেকেই এই বিমানঘাঁটি বন্ধ ছিল।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ড্যামিয়েন সেমন ‘এক্স’-এ এই নিয়ে একটি আপডেটটি শেয়ার করে লিখেছেন, ‘পাকিস্তান আরও একবার রহিম ইয়ার খানের জন্য নোটাম জারি করেছে। ২০২৫ সালের মে মাসে ভারতের হাতে ধ্বংস হওয়া রানওয়েটি এখন ২০২৫ সালের ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।’

রহিম ইয়ার খানের উপর হামলাগুলি ভারতের অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্যায়ে করা হয়েছিল। ৬-৭ মে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়েছিল অপারেশন সিঁদুরের প্রথম পর্বে। এরপরই ভারতীয় সামরিক স্থাপনা ও সাধারণ মানুষজনকে নিশানা করে হামলা চালিয়েছিল পাকিস্তান। সেই ধারাবাহিক হামলার জবাবে ৯-১০ মে পালটা অভিযান চালিয়েছিল ভারত।

ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়ার পরে রহিম ইয়ার খান বিমানঘাঁটি এখনও পর্যন্ত কার্যকর হয়নি। পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানঘাঁটি এখনও আইসিইউতে রয়েছে। কবে আবার তা চালু হবে সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। রহিম ইয়ার খানকে পাকিস্তানের কৌশলগত বিমানঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এটি পঞ্জাব প্রদেশে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *